নেভি অ্যাংকরেজ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য আয়োজন
নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো রাজধানীর নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্যারেড, দেশাত্মবোধক গানের সঙ্গে সমবেত নৃত্য প্রদর্শন (মিউজিক্যাল ডিসপ্লে), যেমন খুশি তেমন সাজো, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ ছিল খিলক্ষেতে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্রীড়া প্রতিযোগিতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। তিনি বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদার ছাত্রছাত্রীদের বিভিন্ন অর্জনের তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিএনসিসির নেতৃত্বে বিভিন্ন দলে বিভক্ত হয়ে মার্চ পাস্টে যোগ দেয়। এরপর শিক্ষার্থীরা মিউজিক্যাল ডিসপ্লের মাধ্যমে দেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে। শিক্ষার্থীদের দৌড় এবং অভিভাবক ও শিক্ষকদের দড়ি টানাটানি প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
সবশেষে প্রধান অতিথির বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল শিক্ষার্থীদের অসাধারণ উপস্থাপনার প্রশংসা করেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটিকে শিক্ষা ও খেলাধুলায় সাফল্য ধরে রাখার আহ্বান জানান।