‘আদিবাসী ও দলিত বিষয়ক সাংবাদিক সম্মাননা ও পুরস্কার ২০২৩’ অনুষ্ঠিত

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ‘আদিবাসী ও দলিত বিষয়ক সাংবাদিক সম্মাননা ও পুরস্কার ২০২৩’ অনুষ্ঠিত হয়েছেছবি: আইপি নিউজের সৌজন্যে

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ‘আদিবাসী ও দলিত বিষয়ক সাংবাদিক সম্মাননা ও পুরস্কার ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সুরক্ষা ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এই পুরস্কার দিয়েছে বেসরকারি সংগঠন নাগরিক উদ্যোগ ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনলাইন গণমাধ্যম ‘আইপিনিউজ বিডি’।

গতকালের অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুন নাহার, সাংবাদিক ও লেখক আলতাফ পারভেজ, আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্যসচিব ফাল্গুনী ত্রিপুরা।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।

সোহরাব হাসান বলেন, রাষ্ট্র প্রান্তিক মানুষ ও ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের নানা সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। পাহাড়ের ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের সঙ্গে চুক্তি করলেও সেটি বাস্তবায়ন করেনি। গণতন্ত্র, সমতা ও ধর্মনিরপেক্ষতা স্বাধীনতার প্রতিশ্রুতি ছিল, যেটি এখনো অবাস্তবায়িত ও উপেক্ষিত।

অধ্যাপক আইনুন নাহার বলেন, যে বহুত্ববাদী চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেটি পরবর্তীকালে কাগজে–কলমে কিছুটা থাকলেও বাস্তবে এর চর্চা নেই। যে কারণে প্রান্তিক মানুষ দিন দিন প্রান্তিকতর হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলতাফ পারভেজ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে বাংলাদেশের অগ্রগতির বদলে আমরা দেখছি পশ্চাৎপদতা। দেশে গণমানুষের জন্য গণমাধ্যম এবং সেই রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। এটি আমাদের যৌথ ব্যার্থতা।’

ফাল্গুনী ত্রিপুরা বলেন, ‘প্রান্তিক মানুষের কথা লেখার জন্যে আমাদের হুমকি শুনতে হয়। প্রান্তিক মানুষের পক্ষের মানুষেরা নিরাপত্তার ঝুঁকিতে আছেন। এভাবে একটা দেশ এগোতে পারে না।’

আলোচনা শেষে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা ও সংস্কৃতি বিকাশের লক্ষ্যে গণমাধ্যমে প্রতিবেদন ও নিবন্ধ প্রকাশের জন্য মিন্টু দেশোয়ারা, উসিথোয়াই মারমা ও উজ্জল কুমার মাহাতোকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিনিউজ বিডির ভারপ্রাপ্ত সম্পাদক আন্তনী রেমা। সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের নাদিরা পারভিন।