পথের ছবিতে বান্দরবান

প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি বান্দরবান। জনপ্রিয় নানা পর্যটনকেন্দ্র আছে এই জেলায়। প্রতিবছর হাজারো পর্যটক বান্দরবানে আসেন। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাটি প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৮
চিম্বুক পাহাড় থেকে মেঘ-কুয়াশায় ঢাকা বান্দরবান
২ / ৮
ডাবল হ্যান্ডস ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের বিভিন্ন স্তর
৩ / ৮
হেলিপ্যাড, নীলগিরি
৪ / ৮
পাহাড়ি ফলমূলের দোকান। পথে পথে এমন দোকানের দেখা মেলে
৫ / ৮
বান্দরবানের নীলগিরিতে নানা শ্রেণি-পেশার মানুষ আসেন
৬ / ৮
মেঘলায়ে উদ্যমী কয়েকজন তরুণী
৭ / ৮
নীলগিরিতে লেখক
৮ / ৮
বান্দরবানের পথে পথে এমন দৃশ্যের দেখা মেলে