বুটেক্স ক্যাম্পাসে বিশ্বকাপ আমেজ

বিশ্বকাপ আমেজে পুরো দেশ। জল্পনাকল্পনা, উন্মাদনা, নাটকীয়তা, চমক—আয়োজনের যেন শেষ নেই। ‘বিগেস্ট শো অন দ্য আর্থ’ বা ফুটবল বিশ্বকাপ পুরো পৃথিবীকে মাসজুড়ে মাতিয়ে রাখবে। বাংলাদেশ ফুটবল প্রধান দেশ না হওয়া সত্ত্বেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনা মোটেও কম নয়, বরং অংশগ্রহণকারী দেশগুলোর চেয়েও বেশি। বিশ্বকাপের উন্মাদনায় বিভিন্ন দেশের রংবেরঙের জাতীয় পতাকা গ্রামগঞ্জ, শহর-বন্দর, ক্যাম্পাস সর্বত্রই উড়তে দেখা যায়। ফুটবলপ্রেমী সবার কাছে বিশ্বকাপ ফুটবল ও বিশ্বকাপ ট্রফি ভিন্ন মাত্রার নান্দনিক শিল্প।

ফুটবলের এ উন্মাদনা আন্দোলিত করছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের। বিশ্বকাপ ফুটবলের এ মাহাত্ম্যকে আরও বেশি প্রস্ফুটিত করতে বুটেক্স ক্যাম্পাসে আর্ট-ফটোগ্রাফি সৃজনশীল সংগঠন আর্টেক্সের উদ্যোগে আঁকা হয় ফুটবল বিশ্বকাপের গ্রাফিতি, যা ক্যাম্পাস প্রাঙ্গণকে আরও বেশি সুশোভিত করে তোলে।

পুরোনো ভবনের ক্লাস-ল্যাবের দেয়ালে, জানালায় কিংবা কোনো জরাজীর্ণ জায়গাকে রাঙিয়ে দিতে প্রতিবারই ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে প্রাণবন্ত করে আর্টেক্স।

সৃজনশীলতার সম্প্রসারণে সংগঠনের সদস্যরা নীরবে বদ্ধপরিকর আর তার নিরবচ্ছিন্ন প্রকাশ এবাবের ‘নীরবতায় কলরব’ আয়োজনে। এবারের আয়োজন ফুটবল বিশ্বকাপকে ঘিরে। আয়োজনে গ্রাফিতির অংশ হিসেবে দেখা যায়, তারকা ফুটবল প্লেয়ার ব্রাজিলের নেইমার, সিলভা, সান্তোস জুনিয়র, আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, জার্মানির ম্যানুয়েল ন্যুয়েরের মনোক্রোম্যাটিক আর্ট। সঙ্গে আঁকা হয়েছে কাতার বিশ্বকাপের মাসকট লা’ইব।

গ্রাফিতির অন্য এক অংশে দেখা মেলে ফুটবলারের পায়ে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের পতাকা, যা ওই দেশের ফুটবলের নান্দনিকতা প্রদর্শনকে প্রতিভাসিত করে। আর্টেক্সের সদস্যরা সপ্তাহজুড়ে রাত-দিন কষ্ট করে ক্যাম্পাসকে বিশ্বকাপের থিমে সজ্জিত করেছেন।

আরও পড়ুন