কল্পনায় গড়া কিন্তু বাস্তবতায় মোড়া গল্প
প্রবাসী ইশরাত মাহেরীন জয়ার সদ্য প্রকাশিত গল্পগ্রন্থ ‘গল্পের শুরু গ্রহণের রাতে’ আমি যখন পড়তে শুরু করি, প্রথম গল্পই আমাকে জানান দেয়, কিছু মানুষ নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসেন। তাঁর মনের সূক্ষ্ম বেদনা, বিরহ, ভালোবাসার প্রতি এক তীব্র অনুরাগ, বৃত্ত ভেঙে বেরিয়ে আসার অদম্য বাসনা, আমাদের জানা হয় না। এই গল্পগ্রন্থের গল্পগুলোয় সেসব যেন ডালপালা মেলে বৃক্ষের মতো সতেজ হয়ে দাঁড়ায়।
মনে হয় একটি ছায়াঘেরা পথ ধরে হেঁটে চলেছি। পথের দুই পাশে অনেক ঘর, অনেক মানুষের বসতি। একটি করে ঘর খুলি আর একটি নতুন গল্প দেখতে পাই।
ইশরাত মাহেরীন জয়ার ‘গল্পের শুরু গ্রহণের রাতে’ গল্পগ্রন্থে মোট ১৩টি গল্প রয়েছে। গল্পগুলো আমার মতো সব পাঠককেই আনন্দ দেবে বলে আমার বিশ্বাস।
গল্পের শুরু গ্রহণের রাতে
ইশরাত মাহেরীন জয়া
প্রকাশক: তাম্রলিপি
প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৪
প্রচ্ছদ: রাজীব দত্ত
মূল্য: ৪০০ টাকা