রবীন্দ্র-নজরুলজয়ন্তী উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমিতে আলোচনা সভা
‘রবীন্দ্র–নজরুলজয়ন্তী’ উদ্যাপন উপলক্ষে তাঁদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘দৈশিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ও নজরুল পাঠ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক কুদরত–ই–হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. ওমর ফারুক।
শিক্ষা উপদেষ্টা তাঁর ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য থেকে প্রেরণা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সাহিত্যচর্চার সুযোগ নেওয়ার অনুরোধ করেন।
বাংলা একাডেমির মহাপরিচালক রবীন্দ্রনাথের দৈশিক ও বৈশ্বিকতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। বাংলা ভাষা ও সাহিত্যের আত্মপরিচয়ের নতুন আবিষ্কারের অন্যতম পথিকৃৎ হিসেবে রবীন্দ্রনাথের সাহিত্য বিষয়ে আলোকপাত করেন তিনি।