আরডিআরএস বাংলাদেশের সঙ্গে সাউথটেক লিমিটেডের চুক্তি স্বাক্ষর
সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও শর্ট ম্যাসেজ সার্ভিস (খুদে বার্তা) সেবা চালু করার লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সাউথটেক লিমিটেডের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। আরডিআরএস এর হেড অফিস ঢাকায় ১৪ ফেব্রুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের ক্ষুদ্রঋণ কর্মসূচির সদস্যদের অধিকতর উন্নত সেবা দেওয়া এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে আগাামী ১ মার্চ থেকে সদস্য পর্যায়ে খুদে বার্তা এবং ১ এপ্রিল থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চালু হতে যাচ্ছে। চুক্তি অনুসারে সাউথটেক লিমিটেড আরডিআরএস বাংলাদেশকে সফটওয়্যার উন্নয়নে সহযোগিতা দেবে। আরডিআরএস বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার এবং সাউথটেক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামনুন কাদের চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
শর্ট ম্যাসেজ সার্ভিসের আওতায় সদস্যরা প্রতিটি আর্থিক লেনদেনের পর (সদস্য কর্তৃক ঋণ ও সঞ্চয়ের টাকা জমা প্রদান, সঞ্চয় উত্তোলন, ঋণ গ্রহণ ইত্যাদি) তাঁদের রেজিস্ট্রেশন করা মুঠোফোনে খুদে বার্তা পাবেন। এ ছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের আওতায় সদস্যরা বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁদের সঞ্চয় ও ঋণের কিস্তি দিতে পারবেন।