সম্মানিতা নারী
কত আছিয়ার হাহাকারে আজ আকাশ–বাতাস ভারী,
তবু মুখে বলো মোদের তোমরা সম্মানিতা নারী!
পত্রিকার ফ্রন্ট পেজে নারী দিবসের কথা,
বাস্তবে তো ফ্রন্টে গেলেই নারীরা নাকি বৃথা।
কত প্রতিশ্রুতি, কত ভাষণ, কত গর্বের বুলি,
অধিকার কই? পথের ধুলায় লুটায় আশার তুলি।
সমতার কথা লিখে রাখো বিলবোর্ডেরই গায়ে,
বাস্তবে কেন নারী এখনো ভয়ে কাঁপে লুকায়ে?
তোমরা বলো, নারীর শক্তি আকাশ ছুঁতে পারে,
তবু কেন ঘরেই তাকে শিকল পরাও ধীরে?
অধিকার কি শুধু দিবস গুনে কাগজে আঁকা শব্দ?
বেঁচে থাকার লড়াই কেন আজও নারীর একার যুদ্ধ?
নারী দিবস কি শুধুই তবে পত্রিকারই প্রচ্ছদে,
বিচারের আশায় নারীরা তবু নামছে কেনো পথে?
বিচার যদি না–ই পারো তোমরা স্বীকার করে নাও,
বুকে মোদের জ্বলছে আগুন, জ্বলছে দাউ দাউ।
আছিয়ারা তো মৃত্যু চুমায়ে ঢলিছে আঁধারে,
এমন দিনেও কি নারী দিবস থাকতে পারে?
ফুলের মালা পরাও তোমরা লম্পটদের গলায়,
এমন দেশে আইনের কথা থাকুক নর্দমায়!
*লেখক: রেশমা রিয়া, সাংগঠনিক সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা