রাবিতে ভর্তি পরীক্ষার্থীদের পাশে রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষায় রংপুর থেকে আসা শিক্ষার্থীদের তিন দিন ধরে সহায়তা করছে বিশ্ববিদ্যালয়টির রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি।
গত সোমবার রাবিতে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা হেল্প বুথ বসিয়ে শিক্ষার্থীদের পরীক্ষার হল, সিট প্ল্যান দেখে দেওয়া, পরীক্ষার্থীদের ব্যাগ রাখাসহ অভিভাবকদের বসার ব্যবস্থা করেন।
আজ বুধবার শেষ দিনে রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজও সকাল থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সহায়তা করছেন রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা। পরীক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পানিও বিতরণ করছেন তাঁরা।
রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়েশা তাসনিম সাদিয়া বলেন, শুধু ভর্তি পরীক্ষার দিনেই নয়, পরীক্ষা শেষে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদের ভর্তিসহ যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি। কারও থাকার ব্যবস্থা না থাকলে সেই ব্যবস্থা করে দিচ্ছি আমরা। বিশেষ করে মেয়েদের জন্য আমরা নিরাপদ আবাসনের ব্যবস্থা করে থাকি।
শুধু ভর্তি পরীক্ষা নয়, বছরজুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকে সংগঠনটি। আয়েশা তাসনিম সাদিয়া বলেন, ‘গরিব মেধাবী শিক্ষার্থীদের টাকা দিয়েও সহায়তা করা হয় সংগঠনের পক্ষ থেকে। এ ছাড়া নবীনবরণ, শীতবস্ত্র বিতরণ এবং বন্যার সময় আমরা বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে থাকি।’