হেলোর উদ্যোগে খাগড়াছড়িতে বিনা মূল্যে চক্ষুশিবির
বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করেছে বেসরকারি পেশাজীবী ও গবেষণা প্রতিষ্ঠান হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইনেজশন (হেলো)। চক্ষুশিবিরে দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা প্রদান, ওষুধ ও চশমা বিতরণ করেন। যে রোগীদের অস্ত্রোপচার প্রয়োজন হয়েছে, তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজে বিনা খরচে অস্ত্রপচারের ব্যবস্থা করবে হেলো।
হেলোর সভাপতি আবু রেজা মোহাম্মদ কাইউম খানের সভাপত্বিতে আজ রোববার লে. কর্নেল মো. মহসিন হাসান, বিএসপি, পিএসসি, মাটিরাঙা জোন কমান্ডার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুস্থ থাকুন ফ্রি ক্লিনিকের প্রতিষ্ঠাতা মাহফুজ আহমেদ রাসেল।
হেলোর প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা হৃদ্রোগ বিশেষজ্ঞ মহসীন আহমদ শুভেচ্ছা বক্তব্যে বলেন, হেলো এত দিন দেশের সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে হৃদ্রোগ বিষয়ে সচেতনতা ও চিকিত্সাসেবা দিয়ে আসছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে হেলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চোখের রোগের সচেতনতা ও চিকিত্সাসেবা কার্যক্রম শুরু করল এবং ভবিষ্যতে অন্যান্য বিষয়েও কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আসলাম মোস্তফা লিখন, এ জে তুহিন, হৃদ্রোগ বিশেষজ্ঞ আরিফুর রহমান সজল, ডা. সেলিম মাহমুদ, ডা. আসিফ জামান তুষার, ডা. শিবলী শাহেদ, চক্ষু বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন, ডা. শুভ চক্রবর্তী, ডা. শামস আরিফ, প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা মো. সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি