হরাণে ৯৮

ছবি: সংগৃহীত

রয়্যাল নোয়াখালী ফ্রেন্ডসের উদ্যোগে বৃহত্তর নোয়াখালীর (লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী) এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচের বন্ধু ও তাঁদের পরিবার নিয়ে গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর কেরানীগঞ্জের কোনাখোলা আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে এ গেট টুগেদার হবে।

ডাইনোসর ওয়ার্ল্ড ও ওয়াটার পার্কে বিভিন্ন রাইডে ওঠার সুবিধাসহ দিনব্যাপী এ আয়োজনে বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের পাশাপাশি নোয়াখালীর সংস্কৃতি—নাচ, গান, কবিতা ও ইতিহাস তুলে ধরা হবে। সেই লক্ষ্যে অনুষ্ঠানকে ঘিরে ‘হরাণে ৯৮’ শিরোনামে একটি স্যুভিনির প্রকাশ হতে যাচ্ছে। স্যুভিনিরে গ্রুপ সদস্যদের লিখিত গল্প, কবিতা, প্রবন্ধ, স্মৃতিচারণা, কৌতুক, আত্মজীবনী ও মুক্ত গদ্য প্রকাশ করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বৃহত্তর নোয়াখালীর এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৫ নভেম্বর।