শেষ বলে বাজিমাত

ছবি: সংগৃহীত

শেষ ওভারের শেষ বল। বাউন্ডারি হাঁকালেই জেতা যাবে ম্যাচ। দৌড় শুরু করেছেন বোলার, প্রস্তুত ব্যাটসম্যানও। মাঠের চারদিকে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। কী হবে শেষ বলে?

মুজিব শতবর্ষ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা অফিসার্স ক্লাব ও ভাবিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের শেষ ওভারে এমনই রোমাঞ্চকর দৃশ্যের দেখা মেলেছে।

গত সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাবিচা মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে অফিসার্স ক্লাব একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০০ বলের খেলায় ৯ উইকেট হারিয়ে তাঁরা ১২৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভাবিচা ইউপি চেয়ারম্যান একাদশ নির্ধারিত ১০০ বলে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৯ রান। শেষ বলে বাজিমাত করে ম্যাচটা জিতে নেন অফিসার্স ক্লাব একাদশ।

অফিসার্স ক্লাবের অধিনায়কত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন এবং ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক অপর দলের অধিনায়কত্ব করেন।

এমন ব্যতিক্রমী খেলার খবর শুনেই মাঠে এসেছিলেন ভাবিচা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তুশিত সরকার। বললেন, ‘এমন খেলার কথা শুনে আমার ভালো লেগেছে। আমাদের মাঠে আগে কখনো এ রকম আয়োজন হয়নি। তাই এই খেলা দেখতি এসেছি। খেলাটাও শেষ ওভারে এসে জমে উঠেছিল। উপভোগ্য একটা ম্যাচ ছিল এটা।’

ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল হক এ আয়োজন করতে পেরে খুব খুশি। জানালেন, এখনকার প্রজন্মের তরুণ-যুবকেরা যখন খেলার মাঠ ছেড়ে মুঠোফোনে আসক্ত হয়ে পড়েছে, তখন এ রকম আয়োজন তাদের আবার খেলার মাঠে ফেরাতে পারবে বলে আশা রাখেন। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন পরবর্তী সময়ে আরও এই রকম প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।