রোজিনা ইসলাম কেন ভয়ের কারণ
রোজিনা ইসলাম। দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক। অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তিনি সারা দেশেই পরিচিত। দুই দশকের সাংবাদিকতা ক্যারিয়ারে তাঁর অনেক প্রতিবেদন দেশে যুগান্তকারী ভূমিকাও রেখেছে। করোনাকালে তাঁর প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য জেনেছে বাংলাদেশ। অথচ সরকারী ‘নথি চুরির’ অভিযোগে তিনি আজ কারাগারে।
১৭ মে পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে ‘নথি চুরির’ অভিযোগে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয় রোজিনা ইসলামকে। ‘মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তার’ দ্বারা হেনস্তার শিকার হন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মামলা, গ্রেপ্তার, সর্বশেষ ঠিকানা কারাগার।
কিন্তু কথা হলো রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথিত কর্তাব্যক্তিরা কেন এত ভয় পান! রোজিনা নামটাকে ঘিরে তাঁদের এত মাথাব্যথা কেন? বিষয়টি পরিষ্কার।
করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চুরি, অর্থ লোপাট, দুর্নীতি, ঘুষ, নিয়োগ–বাণিজ্য ও অনিয়ম নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন করেছেন রোজিনা ইসলাম।
আমাদের স্বাস্থ্য অধিকার রক্ষায় মন্ত্রণালয়ের দুর্বলতাগুলোও রোজিনা ইসলামের প্রতিবেদনেই পরিষ্কারভাবে আমরা জেনেছি। এমনকি ‘স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত অফিস করেন না’—এ তথ্যও তিনি প্রথম আলোর মাধ্যমে দেশকে জানিয়েছেন। জেনেছি কোটি কোটি টাকার লুটের খবর। মূলত, কারণ এগুলোই। তবে আমরা বিশ্বাস করি, রোজিনা ইসলাম বিচারপ্রক্রিয়া দৃঢ়তার সঙ্গেই মোকাবিলা করতে পারবেন। প্রমাণিত হবে, চাইলেই একজন সাংবাদিককে ‘অনিয়ম লুকাতে’ ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা যায় না। গলা চেপে রাখা যায় না।
লেখক: কামরুল ইসলাম মাহি, সিলেট।