default-image

যশোর শহরের আশ্রম রোড এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় মাদ্রাসা মাঠে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্যপ্রযুক্তি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) পক্ষ থেকে এই কম্বল সহায়তা হিসেবে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক তৌহিদ জামান, সমাজসেবী মেহেদি হাসান মিন্টু, আরিফুল হাসান, পান্থদেব রায়, শহিদুল ইসলাম প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা যশোরের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিআইজেএফ-এর সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও তাদের সুস্বাস্থ্য কামনা করেন। আলোচনা শেষে শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অতিথিরা।

বিজ্ঞাপন
নাগরিক সংবাদ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন