মার্টিন লুথার কলেজের যুগপূর্তি অনুষ্ঠান

গত শুক্রবার (১ জুলাই) ঢাকার বারিধারায় মার্টিন লুথার কলেজের যুগপূর্তি উৎসব উদ্‌যাপিত হয়েছে। সকাল নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সদস্যসহ অন্যরা। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মিতালি মারিয়া কস্তা বলেন, ‘আজকের এ যুগপূর্তি অনুষ্ঠানে তারা জ্বলছে। এটা তারাদেরই রাজ্য। আমাদের এই প্রাণের মিলনমেলায় সবার উপস্থিতি দেখে আমি আনন্দিত।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপি ও সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম খান, লেফটেন্যান্ট কর্নেল (অব), অতিরিক্ত কমিশনার বাংলাদেশ কাস্টমস বিশিষ্ট কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস, তরুণ উদ্যোক্তা সুবীর নকরেক, কারিতাস, বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক আলো ডি রোজারিও, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (সুরক্ষা ও প্রটোকল) রকফার সুলতানা খানম, দ্য কো-অপারোটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশের চেয়ারম্যান জোনাস ঢাকী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন বাবুল, লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপ। মধ্যাহ্নভোজের বিরতির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি