মনের বনে লু হাওয়া

অলংকরণ

দাও গো শুরাহি ভরে এক শুরাহি,
মনমাতানো দ্রাক্ষা রস।
পান করে আজ বেহুঁশ হয়ে—
রইব পড়ে মত্ত হয়ে তোমার কাছে,
দুঃখ ভুলে ওগো প্রিয়া—
রাত যতই হোক গভীর নিকষ।

কাল সারা রাত মাতাল হাওয়া—
আমার সাথেই ছিল মাতাল।
কেঁদে কেঁদে বলেছে আমায়—
তার বুকের ভেতর, উথালপাতাল।
প্রেমের ফাঁদে আটকে পড়ে তার—
হয় না ছিন্ন, মোহমায়ার ইন্দ্রজাল।
কার প্রেয়সীর এলোচুলে—
লুটিয়ে ছিল মনের ভুলে—
তার চুলের গন্ধে আজও নাকি,
বুকের ভেতর নেশা জাগায়।
বুকের ভেতর, তার স্মৃতির হা-হুতাশন,
হু হু করেই তাঁরে কাঁদায়।

আমিও বলেছি আমার কথা,
চুপি চুপি তাহার কানে।
আমার সুখের স্মৃতির দহন,
অহরহই বাজছে প্রাণে।
আমার ব্যথা আমার কান্না—
শুধু বাঁশুরিয়ার বাঁশি জানে।
শুরাহি থেকে দাও, ঢেলে দাও সাকি—
পেয়ালা ভরে আবে হায়াত।
বুকের ভেতরে জ্বলছে অনল—
ঢালতে হবে গো জলপ্রপাত।
আমি সব ভুলে আজ মাতাল হব,
আর মুখর হবে মৌন রাত।

আহমেদ মাসুদ ইকবাল: কুমিল্লা, বাংলাদেশ