বৃষ্টি-জলে আমি

অলংকরণ: মাসুক হেলাল

ওই মেঘমালায় কী এমন আছে
আমার কি ভালোবাসা হয় তার সাথে?
বৃষ্টি ছুঁয়ে দেখি যখন তোমায়
হাতে, আঙুলে, স্পর্শে
অনুভূতির মেঘ পরি হয়ে...
আমার কি প্রেমে ভেজা হয়
সেই ভালোবাসার ঋণে?
মেঘের সাথে কাব্য মিলিয়ে
বৃষ্টি এসে জমে চোখের কোণে
ভিজে যাওয়া জবজবে স্মৃতিরা
প্রতিবারেই বিষণ্ন উৎসবে মেতে ওঠে...
আমার কি কিছু কথা জমানো থাকে
সেই জলের কারুকাজে?
কত স্বপ্নের বিমূর্ত নাচে
বর্ষা এসে রিমঝিম শব্দাক্ষরে
কোনো এক গল্প লিখে রেখে যায়
মনের গোপন আঙিনায়...
আমার কি কিছু বলার থাকে
মেঘের সেই গোপন লেখার মাঝে?
প্রশ্রয়ের আলিঙ্গনে বৃষ্টিফোঁটা
শ্রাবণের অবিরাম ছন্দে,
শরীর মনের মাঝে জাগায়
উন্মাদনার নিমন্ত্রণ
আমি কি সেথায় করব স্নান
এক জনমের স্বস্তির দীর্ঘশ্বাসে?