বাক্সবন্দী জীবন
জীবন যখন বাক্সে বন্দী, মন কেন পাখা মেলল না?
চার দেয়ালে বন্ধ দৃষ্টি আকাশপানে চাইল না!
মন শিখল না—
প্রেম-মমতায়, নির্মলতায় মন ভরাতে জানল না।
পদ্মপাতার জলের মতো দুলছে জীবন নিত্য,
বেঁচে থাকাই কঠিন এখন ভীষণভাবে সত্য;
চোখ দেখল না—
নাম না জানা ফুলের মাঝে সুখটা খুঁজে পেল না।
লড়ছে সবাই নিজের মতো, জোট বেঁধে তা করল না;
চলার পথের ছন্দটি তাই সমান তালে পড়ল না!
জীবন বুঝল না—
একলা বাঁচার নেইত মানে বোকা মানুষ বুঝল না।
বদ্ধ মনে জট পাকালো স্বার্থপরতার ঝুল যে;
বিত্তের সাথে বাড়ল কেবল দুর্বৃত্তের মিল যে;
মানুষ পারল না—
দুঃসময়ে সাম্যতাকে এগিয়ে নিতে পারল না।
রাহনুমা খান কোয়েল, ৩০ এপ্রিল ২০২১