বাংলাদেশ পঞ্চাশে
আজ বাংলাদেশের পঞ্চাশে
আজ স্বাধীনতার উল্লাসে
আজ বিজয়-আনন্দ উচ্ছ্বাসে
আজ বাঙালির প্রাণ হাসে।
আজ বাংলাদেশের পঞ্চাশে
আজ মাঠ হাসে
আজ ঘাস হাসে
আজ দেশ হাসে
আজ দশ হাসে।
আজ সূর্য হাসে
আজ চন্দ্র হাসে
আজ কবি হাসে
আজ কবিতা হাসে।
আজ বাংলাদেশের পঞ্চাশে
আজ বাংলা এ বিশ্ববাসে
বিস্ময়ের এক নাম হয়েছে,
বিশ্ববাসী আজ ভালোবাসে
বাংলাদেশকে ভালোবাসে।
আজ বাংলাদেশের পঞ্চাশে
আজ স্বাধীনতার উল্লাসে
শহীদ যাঁরা দেশের কাছে
আজ তাঁরা সবাই হাসে।
ত্যাগী যত সব নেতা আছে
আজ স্বাধীনতার পঞ্চাশে,
তাঁদের সকল মুখ হাসে
আজ তাদের চোখ হাসে।
আজ বাংলাদেশের পঞ্চাশে
আজ বায়ান্ন হাসে, একাত্তর হাসে,
আজ বীর বাঙালি বোদ্ধা হাসে,
স্বাধীনতার যোদ্ধা হাসে।
আজ অপশক্তির মর্জি শেষে
কালো অধ্যায় সব বিনাশে,
প্রতিকূলতা সব নির্বিশেষে
বাংলাদেশ আজ সদা হাসে।
আজ বাংলাদেশের পঞ্চাশে
আজ স্বাধীনতার উল্লাসে
আজ বাংলার আকাশ স্বপ্নে ভাসে,
বাংলার বাতাসে বিজয় হাসে।
আজ বাংলাদেশের পঞ্চাশে
আজ বাঙালির প্রাণ হাসে
উন্নয়নের জোয়ারে ভেসে
ঘুরে বেড়ায় রানির বেশে।
আজ বাংলাদেশের পঞ্চাশে
একই চাওয়া জনমানসে—
যত জরা সব মুছে সে
বাংলা চলুক সদা হেসে।
আজ বাংলাদেশের পঞ্চাশে
আজ স্বাধীনতার উল্লাসে
স্বাধীন বাংলা যাবে হেসে
সোনার বাংলার স্বপ্নদেশে।
*লেখক: নিখিল নুহাশ, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়