বই পড়ার অভ্যাস গড়তে কাজ করছে ‘স্বপ্নবিলাস’

ময়মনসিংহের ত্রিশালের একদল শিক্ষানুরাগী সচেতন তরুণদের সংগঠন ‘স্বপ্নবিলাস অ্যাসোসিয়েশন’। এ সংগঠনের যাত্রা শুরু হয় ২০১৮ সালের ২৮ এপ্রিল। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চা ছড়িয়ে দেওয়ার জন্য তরুণদের এ সংগঠনটি নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটি মুখস্থ বিদ্যার বাইরেও যে পরিণত প্রাপ্তির পন্থা হতে পারে, তা এ অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড না দেখলে বোঝা যায় না। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সর্বস্তরের মানুষের অন্তরলোক আলোকিত করার প্রয়াস নিয়ে পরিচালনা করে আসছে ‘স্বপ্নবিলাস অ্যাসোসিয়েশন’। ‘একটি উন্মুক্ত পাঠাগার’ ও ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’র মাধ্যমে উজ্জীবিত এ তরুণেরা আলোর মশালের মতো বই নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। উদ্দেশ্য, সুপাঠক তৈরি।

পোড়াবাড়ী বাজার ও তৎসংলগ্ন এলাকার মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস ও জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া ছাড়াও অ্যাসোসিয়েশনটির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বহুবিদ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। আর এ সব কার্যক্রমই হয়ে থাকে সম্পূর্ণ বিনা মূল্যে।