‘ফার্মাসিস্টদের দাবি পূরণ করা আজ সময়ের দাবি’
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ‘স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত সভায় বক্তারা ফার্মাসিস্টদের গুরুত্ব, অবদান ও বিভিন্ন দাবি উত্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত বিশ্বের হাসপাতালগুলোতে যেখানে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা বহির্বিভাগ, জরুরি বিভাগসহ সব বিভাগ এমনকি ওয়ার্ডেও সফলতার সঙ্গে কাজ করছেন, সেখানে ১৯৬৫ সালে ফার্মাসি শিক্ষা চালু হলেও বাংলাদেশে প্রকৃত হসপিটাল ফার্মাসিস্ট (গ্র্যাজুয়েট) চালু হয়নি। যার জন্য আমাদের দেশের রোগীরা ওষুধ পাচ্ছে ঠিকই কিন্তু তার ভুল ব্যবহার, সঠিক ডোজের অভাবসহ নানা সমস্যায় পড়ছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘আন্তর্জাতিকভাবে ফার্মাসিস্টদের যে কদর রয়েছে, যে সম্মান তাঁরা পান, বাংলাদেশে ফার্মাসিস্টদের সেই অবস্থান দেওয়া যায়নি। ফার্মাসিস্টদের দাবি পূরণ করা আজ সময়ের দাবি। আমাদের এই লক্ষ্যে এগিয়ে যেতে হলে অবশ্যই টেবিলে বসতে হবে।’
যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের শুভেচ্ছা পাঠান বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক আ ব ম ফারুক।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের অধ্যাপক মামুন আল মাহতাব বলেন, ‘ফার্মাসিস্টদের গুরুত্ব আমরা অনুধাবন করি। ডিজিটাল বিশ্বে এই আলোচনা শুধু এই প্রেসক্লাবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এ আলোচনা পৌঁছে যাবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভগের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ফার্মাসি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি হারুন অর রশীদ, মূল বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাদেক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি আজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান। বিজ্ঞপ্তি