যখন মোবাইল ছিল না, তখন এই ডাকহরকরা কখন আসবেন, সেই অপেক্ষায় মানুষ প্রহর গুনত। ডাকহরকরা রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে দিনরাত ক্লান্তহীন যোদ্ধার মতো ছুটে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতেন তাদের সুখ–দুঃখের মিশ্রিত কথাগুলো। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে কুষ্টিয়া শহরের নিশান মোড় থেকেছবি: হাসানুর রহমান