নাগরিক ছবি

১ / ১৩
শহরের যান্ত্রিকতায় চৈত্রের প্রখর রোদে শৈশবকে মাতিয়ে তুলছে এক শিশু। ছবিটি সম্প্রতি বরিশাল সদরের চৌমাথা লেক থেকে তোলা
ছবি: কামরুল হাসান
২ / ১৩
চৈত্রের প্রচণ্ড দাবদাহে বোধ করি আর জঙ্গলে থাকতে পারছিল এই খুদে ‘টারজান’। তাই তো জঙ্গল ছেড়ে লোকালয়ে নেমে এসে পাঁচ টাকায় লাঠি আইসক্রিম কিনে খাচ্ছিল। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নের শ্রীপুর ব্রিজ এলাকায় গত মঙ্গলবার আবদুল মমিন নামের এই শিশুকে গাছের পাতা দিয়ে বানানো টারজানের পোশাকে খুঁজে পাওয়া গেল। তাকে এই পোশাকে ঘুরতে–ফিরতে দেখা যায় মাটির রাস্তা ধরে
ছবি: ইমতিয়াজ আহমেদ
৩ / ১৩
মহিষ এখন খুব বেশি দেখা যায় না। চৈত্র মাসের প্রচণ্ড রোদে গরম থেকে প্রশান্তি দিতে তপ্ত দুপুরে গোসল করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। ছবিটি গত বুধবার দুপুরে তোলা। কাকিলাকুড়া, শ্রীবরদী, শেরপুর
ছবি: তাইয়েবুর রাহমান রিয়াদ
৪ / ১৩
গ্রামবাংলার বাচ্চাদের দল বেঁধে পুকুরে গোসল করার দৃশ্য। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রাম থেকে
ছবি: হাসানুর রহমান
৫ / ১৩
মহানন্দা নদী থেকে দল বেঁধে পাথর তুলছেন শ্রমিকেরা। মহানন্দা নদীর পাথর এ অঞ্চলের মানুষকে এনে দিয়েছে কর্মসংস্থান ও সচ্ছলতা। ছবিটি পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দার পাড় থেকে সম্প্রতি তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ
৬ / ১৩
সমান অধিকার বলা হলেও কাজের মজুরিসহ নানা ক্ষেত্রে নারীদের বঞ্চিত হওয়ার খবর মেলে। অথচ দেশের সব কাজে নারীদের রয়েছে বিশেষ অবদান। চারদিক সবুজ ধানখেত। তেমনি ধানখেতে আগাছা পরিষ্কার করছেন এক নারী কৃষিশ্রমিক। ছবিটি গত বুধবার দুপুরে তোলা। বনপাড়া, শ্রীবরদী, শেরপুর
ছবি: তাইয়েবুর রাহমান রিয়াদ
৭ / ১৩
দেশে সুপারির চাহিদা প্রচুর। উৎপাদনও কম নয়। তারপরও প্রতিবছর ঘাটতি থেকেই যায়। তাই চাহিদা পূরণ করতে ইদানীং অনেক ফসলি জমিতে সুপারি বাগান করতে দেখা যায়। ছবিতে একটি ফসলি জমি সুপারি বাগানের জন্য প্রস্তুত করার দৃশ্য। ছবিটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: শাহ মুহাম্মদ আব্দুল্লাহ
৮ / ১৩
মহানন্দা নদীর পাথর তুলে সারা দিন কাজ করে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় করে তাঁরা। তবে এর জন্য করতে হয় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অমানবিক পরিশ্রম। ঝরাতে হয় গতরের ঘাম। ছবিটি পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দার পাড় থেকে সম্প্রতি তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ
৯ / ১৩
করোনার সংক্রমণ বেড়ে চলেছে। এরপরও গণপরিবহনে মাস্কবিহীন চলাফেরা করছে মানুষ। মহাদেবপুর, নওগাঁ, ২৫ মার্চ
ছবি: নিলয় কুমার পাল
১০ / ১৩
২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় স্কুলমাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পীরগঞ্জ, রংপুর, ২৪ মার্চ
ছবি: মাসুদার রহমান
১১ / ১৩
গম চাষে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে প্রশান্তির হাসি। নিশ্চিন্তপুর, সাপাহার, নওগাঁ, ২৫ মার্চ
ছবি: নিলয় কুমার পাল
১২ / ১৩
ভবনের ছাদের ওপর ইটের কংক্রিটের মধ্যেও গাঁদা ফুলের গাছ জন্মেছে। নেত্রকোনার কলমাকান্দার আনন্দ ডিজিটাল মডেল স্কুলের ছাদ থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
১৩ / ১৩
একটি পরিবারে পিতাকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। কারণ, তিনি পুরো পরিবারকে ছায়া দিয়ে আশ্রয় প্রদান করে থাকেন। সত্যিকারের এই বটবৃক্ষও তেমনি রাস্তায় চলমান পথিকদের শীতল ছায়ায় আশ্রয় প্রদান করার জন্য নতুন উদ্যমে বসন্তে নতুন পাতার আগমন নিয়ে আসছে। রাস্তায় চলমান পথিক ও জমিতে কর্মরত কৃষকদের দুদণ্ড শান্তি দিতে পরিবারের পিতার মতো বৃক্ষটি টিকে আছে বছরের পর বছর। ছবিটি বুধবার নাটোরের নলডাঙ্গা উপজেলাধীন খাজুরা-পাটুল রোডের পাশে থেকে তোলা
ছবি: আবু তালহা আকাশ