নাগরিক ছবি

১ / ১১
করোনা সংক্রমণ বাড়লেও গণপরিবহনে যাত্রীদের মধ্যে এখনো সচেতনতার অভাব। অধিকাংশ মানুষই মাস্ক ছাড়া চলাচল করছেন। পীরগঞ্জ বাসস্ট্যান্ড, রংপুর, ২৩ মার্চ
ছবি: মাসুদার রহমান
২ / ১১
বেদে সম্প্রদায়ের নেই কোনো স্থায়ী ঠিকানা। আগামীর বাংলাদেশ নির্মাণে এই অবহেলিত শিশুরাই হতে পারে কর্ণধার। সঠিক পরিচর্যা আর শিক্ষা পেলে মানবসম্পদে রূপান্তরতি হয়ে উঠতে পারে! অসহায়ত্বের দৃষ্টিতে হয়তো সেই কথাই ভাবছে শিশুটি। বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, ২৩ মার্চ
ছবি: সোহাগ মনি
৩ / ১১
শহর থেকে একটু দূরে গ্রামীণ অপরূপ দৃশ্য। আদমদীঘি, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিলয় কুমার পাল
৪ / ১১
মৌসুম শেষে হরেক প্রজাতির আমের আঁটি সংগ্রহ করে রোপণ করেছেন এই চাষি। চারাগাছের পরিচর্যা করছেন। ছবিটি নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর থেকে ১৮ মার্চ তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৫ / ১১
সূর্যমুখী ফুল। ছবিটি সম্প্রতি ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের মুন্সিরহাট বাজার থেকে তোলা
ছবি: মারুফ হোসেন
৬ / ১১
মাটির চুলায় রান্নার জন্য শালবাগানে শুকনা পাতা সংগ্রহ করছেন এঁরা। ছবিটি সম্প্রতি দিনাজপুর নবাবগঞ্জের শালবাগান থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৭ / ১১
আমগাছে মুকুলের সমারোহ। ছবিটি বগুড়ার আদমদীঘি থেকে সম্প্রতি তোলা
ছবি: নিলয় কুমার পাল
৮ / ১১
গোলাপ যেমন ভালোবাসার প্রতীক, তেমনি সৌন্দর্যের প্রতীকও বটে। ছবিটি সম্প্রতি সাভারের বিরুলিয়ার গোলাপগ্রাম থেকে তোলা
ছবি: মুনমুন আজিজ
৯ / ১১
ইরিখেতে শ্যালো মেশিন দিয়ে পানি সেচের কাজ চলছে। তবে শ্যালো মেশিনে সেচ দিতে কৃষকের ব্যয়ভার বেড়ে যায়। রংপুর, ২৩ মার্চ
ছবি: মাসুদার রহমান
১০ / ১১
একসময় বাড়িতে বাড়িতে আসতেন ভাঙারি বিক্রেতারা। এখন এই পেশা প্রায় বিলুপ্তের পথে। এখন আবার গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া যায় তাঁদের। ছবিটি সম্প্রতি সিলেটের বাধাঘাট থেকে তোলা
ছবি: আহমেদ শাহীন
১১ / ১১
মাকড়সা সাধারণত সব জায়গাতেই জাল বুনে থাকে। কখনো কখনো এদের বুননশৈলী নকশাকারদেরও হার মানায়। ছবিটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাফাডাঙ্গা গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: সাইয়াদুর রহমান শাওন