নাগরিক ছবি

১ / ১১
মাঠভরা সবুজ ধানে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। ছবিটি নওগাঁর ধামইরহাট থেকে তোলা।
ছবি: অরিন্দম মাহমুদ
২ / ১১
বর্তমানে জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেস্টারের ব্যবহার। কম খরচ এবং শ্রমিকের আশায় না থেকে এখন যন্ত্র ব্যবহারে আগ্রহ বেড়েছে কৃষকদের। কম্বাইন হারভেস্টার দিয়ে গম কাটার ছবিটি তোলা হয়েছে নাটোরে বড়াইগ্রাম উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে
ছবি: তানিউল করিম জীম
৩ / ১১
কুষ্টিয়ার ছেঁউড়িয়াতে লালন শাহর মাজারের পাশেই অবস্থিত লালন একাডেমি। এখানে প্রতিদিন বিকেল থেকেই জমে ওঠে লালন ভক্তদের গানের আসর। এখানে সারা বছরই ভিড় জমায় দেশি–বিদেশি সাঁইজির ভক্তরা
ছবি: হাসানুর রহমান
৪ / ১১
এই অত্যাধুনিক প্রযুক্তির যুগেও বাংলার গ্রামগঞ্জে দেখা মেলে খড়ের ঘর। খড়ের ঘরের বিশেষ সুবিধা হলো অত্যন্ত গরমেও ঘরের মধ্যে শীতল থাকে। মনে হয় যেন ঘরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র লাগানো রয়েছে। আহ সে কি স্নিগ্ধ শীতল আবেশ, যেন প্রাণ জুড়ায়। ছবিটি নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৫ / ১১
গোধূলি বেলার এই রঙের খেলা নিয়ে কত গান রচিত হয়েছে, কত কবিতা লেখা হয়েছে। এ নিয়ে রোমান্টিকতার যেন শেষ নেই। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জের নীল দরিয়ার বিল থেকে সম্প্রতি তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ
৬ / ১১
সন্দ্বীপের চর থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য
ছবি: আসিফ আল নাঈম
৭ / ১১
গ্রামবাংলার সবুজ মাঠের অপরূপ দৃশ্য। এই ফুল থেকেই পিঁয়াজের বীজ উৎপন্ন হয়। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রাম থেকে
ছবি: হাসানুর রহমান
৮ / ১১
অবকাঠামো নির্মাণের জন্য ইটভাটা স্থাপন করা হচ্ছে কিন্তু একটি প্রয়োজন মেটাতে গিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যকে চরমভাবে উপেক্ষা করা সমীচীন নয়। এরপরও এ কাজই আমরা করে যাচ্ছি প্রতিনিয়ত। ইট প্রস্তুত এবং ইটভাটা স্থাপনসংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের মাধ্যমে কৃষিজমি নষ্ট ও পরিবেশের ক্ষতি করে ইট তৈরি বন্ধ করতে হবে। ছবিটি সম্প্রতি রংপুর পীরগঞ্জের নীল দরিয়ার বিল থেকে তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ
৯ / ১১
কুমিল্লা শহরের একটি প্রাচীন বাড়ি সেজে উঠেছে বসন্তের অপরূপ সাজে
ছবি: ফাহমিদা জামান
১০ / ১১
আর কিছুক্ষণ পরেই হয়তো অপেক্ষার অবসান ঘটবে। জোয়ারের পানিতে ভাসবে নৌকা। অনিন্দ্যসুন্দর প্রকৃতিকে পেছনে ফেলে এগিয়ে যাবে তার গন্তব্যে। কক্সবাজারের মহেশখালী দ্বীপ থেকে সম্প্রতি ছবিটি তোলা হয়েছে
ছবি: সামিউল বাশার
১১ / ১১
আশপাশের সব জমিতে আমন ধানের চাষ। ছাগলের প্রধান খাদ্য ঘাসের চরম সংকট। তাই ছাগলগুলোকে আবদ্ধ রেখে কলার পাতা খাওয়ানো হচ্ছে। ছবিটি সম্প্রতি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী গ্রামের তিতাস সরকারের বাড়ির পাশ থেকে তোলা
ছবি: শাহ মুহাম্মদ আব্দুল্লাহ