নাগরিক ছবি

১ / ১৬
যাত্রীদের অপেক্ষায় নৌকাগুলো। বালাসি ঘাট, যমুনা পাড়, গাইবান্ধা, ১২ মার্চ
ছবি: মাসুদার রহমান
২ / ১৬
মেরামতের কাজ শেষে নিখুঁতভাবে আলকাতরা দিয়ে বিশাল নৌকাকে দুটি ঠেলাগাড়িতে বহন করে নিয়ে যাচ্ছে নদীতে ভাসাবে বলে। একটা সময় ছিল নৌকা পানিতে ভাসানোর জন্য অনেক লোকের প্রয়োজন হতো। তখন সবাইকে ডাকা হতো এবং নৌকা ভাসানোর পর মিষ্টি বিতরণ করা হতো। কিন্তু কালের পরিক্রমায় মানুষের বুদ্ধিমত্তার কলাকৌশলে অনেক দুরূহ কাজ সহজবোধ্য হয়ে উঠেছে। ছবিটি নেত্রকোনার কলমাকান্দার পূর্ব বাজার থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৩ / ১৬
পাতাঝরা উদ্ভিদের মধ্যে শাল অন্যতম। প্রতিবছর শীতের শেষে শালবৃক্ষের সব পাতা ঝরে যায়। বসন্তে গজায় নতুন পাতা। গাছভর্তি কচি কচি নতুন পাতা দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায়। সম্প্রতি গাজীপুরের ভাওয়াল গড় থেকে শালবৃক্ষের ছবিটি তোলা হয়েছে
ছবি: তুফান মাজহার খান
৪ / ১৬
বেলা ফুরাবার আগে। সম্প্রতি ছবিটি রংপুরের পীরগঞ্জ থেকে তোলা
ছবি: মো. নাজমুল হুদা
৫ / ১৬
গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষায় এক পথিক। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. ইমরুল কায়েস
৬ / ১৬
যমুনা নদীর চরে তপ্ত দুপুরে বালাসি ঘাটে যাচ্ছে পরিবারটি। বালাসি ঘাট এলাকা, গাইবান্ধা, ১২ মার্চ
ছবি: মাসুদার রহমান
৭ / ১৬
মৃত্যুঞ্জয়ী মুজিব। সকলের মাঝে বেঁচে রয়েছেন জাতির পিতা। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ছবিটি তোলা হয়েছে
ছবি: মো. শফিউল্লাহ
৮ / ১৬
মেঘমালায় গ্রাম-বাংলার সৌন্দর্য। নওগাঁ, ১১ মার্চ। ছবি: তাসফীহা তাহসিন মাহিমা
৯ / ১৬
মৌসুমে করতোয়ার পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীকেন্দ্রিক জীবন ও প্রকৃতি হুমকির মুখে। দিনাজপুরের নবাবগঞ্জ থেকে ছবিটি ৯ মার্চ তোলা
ছবি: মাসুদার রহমান
১০ / ১৬
অযত্নে-অবহেলায় পথে-প্রান্তরে নানা প্রজাতির বনফুল ফোটে। নিজস্ব সৌন্দর্য নিজেরাই মেলে ধরে এসব ফুল। অপরিচিত হলেও ফুলপ্রেমীদের মনে সাড়া জাগায়। ছবিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: আজাহার ইসলাম
১১ / ১৬
শীতের আমেজ শেষের পথে। ছয়টি ঋতু পালাক্রমে আবর্তিত হয়। এক একটি ঋতু আপন ঐশ্বর্যে মহিমান্বিত কিন্তু তার পরও একটি ঋতু বিদায়ের কালে আত্মত্যাগের মাধ্যমে আরেকটি ঋতুর জন্য রেখে যায় প্রেরণার ঝরনাধারা—এটাই প্রকৃতির নিয়ম। সুন্দরগঞ্জ, গাইবান্ধা, ৯ মার্চ
ছবি: সিনথিয়া সুমি
১২ / ১৬
প্রযুক্তির জামানায় শারীরিক কসরত। মেঘনা নদীর পাড় বাঁধতে দুই শ্রমিক কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন পাথরের বড় খণ্ড, যাকে আঞ্চলিক ভাষায় ব্লক বলে। এর এক-একটির ওজন ১১০-১২০ কেজি। ছবিটি ভোলার তজুমদ্দিন থানার কেয়ামূল্ল্যাহ এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: কামরুল হাসান
১৩ / ১৬
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামানে রেখে রং-পেনসিলে দেশের মানচিত্র ধারণ করেছে স্কুলপড়ুয়া এক শিক্ষার্থী। যেখানেই চোখ যায়, যেন বাংলাকেই খুঁজে পাই। ধানমন্ডির ৭/এ সড়ক থেকে ছবিটি ১২ মার্চ তোলা
ছবি: লিউনা সাহা
১৪ / ১৬
শীতের রুক্ষতা বিদায় নিলেও তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাতাঝরা বৃক্ষগুলো। প্রকৃতির পালাবদলে কদিন বাদেই এসব বৃক্ষ ভরে উঠবে সজীবতায়। বসন্তের ছোঁয়ায় জেগে উঠবে নবপল্লব। ছবিটি ১১ মার্চ সিলেটের চিতল মাটি থেকে তোলা
ছবি: আহমেদ শাহীন
১৫ / ১৬
নদীমাতৃক বাংলাদেশের নৈসর্গিক চিত্র। ছবিটি সম্প্রতি ঢাকার সদরঘাট থেকে তোলা
ছবি: সুদীপ্ত কুমার দাস
১৬ / ১৬
তামাক চাষে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। দেশের প্রচলিত আইন, শ্রম আইন ও কোম্পানি আইনে সুস্পষ্টভাবে বলা আছে, স্বাস্থ্যঝুঁকি আছে এমন শ্রমে নারী, শিশু, বৃদ্ধ ও বৃদ্ধাদের ব্যবহার করা যাবে না। তার ব্যত্যয় ঘটলে অপরাধ। ছবিটি লালমনিরহাটের সাপ্টিবাড়ি গ্রাম থেকে ১১ মার্চ তোলা
ছবি: হাসানুজ্জামান হাসান