পুকুর সেচে মাছ ধরে সেই মাছ বিক্রির জন্য বাছাই করছেন নারীরা। ছবিটি নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে সম্প্রতি তোলাছবি: মো. মাহাবুবুর রহমান
২ / ১১
ঋতুরাজ বসন্তে চারদিকে ফুটেছে লাল, নীল, হলুদসহ নানান রঙের ফুল। বসন্ত মানেই গাছে গাছে ফুল আর রসে ভরা ফলের আগমন বার্তা। গাছভর্তি আমের মুকুলের ম–ম গন্ধে ভ্রমরের নাচানাচিতে প্রাণ ফিরে পায় যেন প্রকৃতি। নওগাঁর ধামইরহাট উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে গড়ে উঠেছে ছোট–বড় নানান জাতের আমের বাগান। শীতের শেষে এসব গাছের ডালে ডালে ভরপুর হয়ে জেগে উঠেছে আমের মুকুল। প্রকৃতিতে আমের মুকুলে জেগে উঠেছে গুটি গুটি আম। গাছভরা মুকুলের ভেতরে জেগে ওঠা গুটি গুটি আম দেখে এ বছর ভালো ফলনের আশায় বুক বাঁধছেন এ অঞ্চলের আমচাষিরাছবি: অরিন্দম মাহমুদ
৩ / ১১
গোলাপের পাপড়িতে জমাট বেঁধেছে শিশিরবিন্দু। এ যেন প্রকৃতির ক্ষণস্থায়ী মুক্তা! জমে থাকা শিশিরবিন্দু গোলাপের সৌন্দর্যকে আরও বহু গুণে বাড়িয়ে দিয়েছে। ছবিটি সম্প্রতি ভোলার চরফ্যাশন এলাকা থেকে তোলাছবি: হাসান মাহমুদ শুভ
৪ / ১১
বেলা ফুরোনোর আগে। সম্প্রতি ছবিটি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে তোলাছবি: হোসনে আরা ইয়াসমিন
৫ / ১১
অর্কিড বাড়ির খাবার টেবিলে হোক বা বেডরুমের এক পাশে... স্বচ্ছন্দে জায়গা করে নেয় সর্বত্র। অর্কিডে ফুল ধরতে অনেক সময় লাগে। কিন্তু সুদীর্ঘ অপেক্ষার পর যখন অর্কিড রং–বেরঙের ডানা মেলে ধরে, তখন কিন্তু এর থেকে চোখ ফেরানো দায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: হুমায়ুন কবির টুটুল
৬ / ১১
মান্দারগাছ এখন আর তেমনটা দেখা যায় না। মান্দারগাছে ফুল ফুটেছে। কাঞ্চন সেতুসংলগ্ন, কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৯ মার্চছবি: রাসেল আহমেদ
৭ / ১১
আখিরা নদী থেকে মাছ ধরে বাজারে নিয়ে যাচ্ছেন জেলে। পীরগঞ্জ, রংপুর, ৯ মার্চছবি: মাসুদার রহমান
৮ / ১১
স্বাধীনতার মাসে যেখানেই তাকাই, সর্বত্র বাংলাকে খুঁজে পাই। বাচ্চাদের রং–পেনসিল দিয়ে বাংলাদেশের পতাকা। ফুলবাড়ী, দিনাজপুর, ৮ মার্চছবি: মো. তৌফিক ফেরদৌস
৯ / ১১
সাইফুল ইসলাম রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় রিকশা চালান। বাড়ি কিশোরগঞ্জে। মা–বাবা–স্ত্রী–সন্তান রেখে এই রাজধানীতে মাসের পর মাস জীবিকার তাগিদে পড়ে থাকেন সাইফুল ইসলাম। খিলক্ষেতের ১০ নম্বর রোডের মাথায় বিদ্যুৎ কোম্পানি ডেসকোর অফিসের মূল ফটকের দেয়ালে এলইডি মনিটরে চলছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। তা দেখে হঠাৎ থমকে যান সাইফুল। একপর্যায়ে বঙ্গবন্ধুর হাত উঁচু করে বক্তব্য দেওয়া দেখে মুগ্ধ হয়ে মহান নেতার বক্তব্য শুনতে থাকেন। এদিকে তাঁর অজান্তেই সুযোগ বুঝে ক্যামেরায় ক্লিক। ছবিটি ৭ মার্চ সকালে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তোলাছবি: ইমতিয়াজ আহমেদ
শিলাবৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গত মঙ্গলবার (৯ মার্চ) ভোরে শ্রীমঙ্গলের উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি দেখা দেয়। শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকা থেকে ছবিটি তোলাছবি: রিমা আক্তার