নাগরিক ছবি

১ / ১১
আজ ভালোবাসা দিবস। তাই পথেঘাটে ফুল বিক্রি হচ্ছে। ফুল বিক্রি করছেন এক তরুণ। নগরপাড়া বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি
ছবি: রাসেল আহমেদ
২ / ১১
একসময়ে শিশুদের শৈশবের শুরুটা গড়ে উঠত এলাকার সঙ্গীদের সঙ্গে। বিকেল হলেই এলাকা মেতে উঠত হইহুল্লোড়ে। কিন্তু আধুনিক যুগে হারিয়ে গেছে সেই আনন্দময় শৈশব, সঙ্গে খেলাধুলাও। প্রযুক্তিনির্ভর ডিজিটাল খেলাধুলার যুগে বেশির ভাগ শিশুদের আগ্রহজুড়ে ক্রিকেট খেলা। ছবিটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রাম থেকে গতকাল শনিবার নেওয়া
ছবি: কামরুল ইসলাম মাহি
৩ / ১১
লেডিস ক্লাবের উদ্যোগে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছবিটি নওগাঁ মহাদেবপুর উপজেলা চত্বর থেকে গতকাল শনিবার তোলা
ছবি: আমিনুর রহমান খোকন
৪ / ১১
ছোট্ট একটি আমগাছ, নাম ব্যানানা ম্যাঙ্গো ট্রি। মাত্র দুই মাস আগেই লাগানো হয়েছে গাছটি। এখনই মুকুলে ছেয়ে যাচ্ছে। প্রতিটি ডালেই মুকুল। ছবিটি নাটোরের গুরুদাসপুর উপজেলার কামারপাড়া অধ্যাপক মোহাম্মদ আলীর বাসা থেকে গত বৃহস্পতিবার তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ১১
এ সময়ে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলেও খোলা রয়েছে হাফেজি মাদ্রাসা। তাই বিকেলে খেলাধুলার মাধ্যমে একটু শরীরচর্চা সেরে নিচ্ছে বরগুনা সদরের একটি হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীরা। ছবিটি গতকাল তোলা
ছবি: বদরুল ইসলাম
৬ / ১১
গ্রামবাংলায় একসময়ে কলুর ঘানির দেখা মিলত। কিন্তু এখন বিলুপ্তপ্রায়। ছবিটি নওগাঁ সদর হাঁপানিয়া ইউনিয়নের কাঁড়িগরপাড়া থেকে গতকাল তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৭ / ১১
বসন্ত বাতাসে নবপল্লবে জেগে ওঠে প্রাণে, ফাগুনের আগুন লেগেছে মনে, রং ছড়িয়ে পাখির কলতানে, ফুললিত সুরভি ছড়িয়ে যাই তিনজনে। ছবিটি ১৪ ফেব্রুয়ারি রাজধানীর রমনা পার্ক থেকে তোলা
ছবি: সংগৃহীত
৮ / ১১
সবুজ বাংলায় সূর্যাস্ত। গতকাল শনিবার সন্ধ্যায় ছবিটি রাজশাহীর তানোর এলাকা থেকে তোলা
ছবি: মো. মেহেদী হাসান
৯ / ১১
রেলওয়ে স্টেশনে শান্তির ঘুম। ছবিটি ১২ ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তোলা
ছবি: মোস্তাফিজুর রহমান
১০ / ১১
সূর্যাস্তের জন্য বিশেষ স্থানে গিয়ে ছবি তুলতে হয় না। এমন অপার্থিব সৌন্দর্য চাইলেই খুঁজে পাওয়া যায় নিজের পাশেই। ছবিটি সম্প্রতি ঝিনাইদহ জেলা থেকে তোলা
ছবি: ফাহিমা ইসলাম
১১ / ১১
রাস্তা তুমি কার? কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী থানা গেট থেকে শেখপাড়া বাজার রাস্তাটুকু চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। পাশ্ববর্তী দুই জেলা কুষ্টিয়া ও ঝিনাইদহের মহাসড়ক সংস্কার হলেও সীমানা জটিলতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানা গেট থেকে শেখপাড়া বাজার পর্যন্ত ২৫০ মিটার রাস্তাটি থাকে বরাবরই অবহেলিত। রাস্তার কার্পেটিং ও ইটের সলিং উঠে যাওয়ার ফলে বিভিন্ন গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে উঠেছে। চলাচলের অনুপযুক্ত এ রাস্তায় প্রতিনিয়ত পণ্যবাহী ট্রাক-পিকআপ বা যাত্রীবাহী বাস বিকল হয়ে যায়। ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, কিন্তু দেখার যেন কেউ নেই। গুরুত্বপূর্ণ এ সড়কটির দ্রুত সংস্কারে কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আখতার হোসেন আজাদ