দেশের উত্তরাঞ্চলে শীত তুঙ্গে। হিমেল হাওয়ায় কাবু বিড়াল। একটু গরমের জন্য এক কোণে চুপসে বসে আছে। ছবিটি নওগাঁ সদর উপজেলা ভবানীপুর থেকে সম্প্রতি তোলাছবি: ইউনুস আলী ফাইম
২ / ৮
বেশ কদিন ধরেই হাড়কাঁপানো শীত, আধা বেলাতেও সূর্যের দেখা মেলা ভার। ভ্যানচালক পিতা মকবুল হোসেন ভ্যান নিয়ে এখনো বের হননি রাস্তায়। এই সুযোগে ছেলে সাদ্দাম হোসেন ছোট ভাই মনিরুলকে ভ্যানে উঠিয়ে বাড়ির পাশের রাস্তায় নেমে এসেছে। মা বাড়ির কাজে ব্যস্ত থাকলে মনিরুলকে নিয়ে মাঝেমধ্যেই এভাবে ঘুরতে বের হয় সাদ্দাম। ভাইয়ের প্রতি ভাইয়ের এমন মমতাগুলো আদতে জীবনে একটা সময় পর কেবল স্মৃতি হয়ে বেঁচে থাকে হৃদয়ে। মায়াময় এই ছবিটি গতকাল বুধবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চল এলাকা থেকে তোলা হয়েছেছবি: ইমতিয়াজ আহমেদ
৩ / ৮
শীতের বিকেলে শর্ষে ফুলের মধ্যে রাস্তা দিয়ে পথিকের বাড়ি ফিরে যাওয়া। দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে সম্প্রতিছবি: রাগীব হাসান সিফাত
৪ / ৮
তিলা মুনিয়া। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: রাগীব হাসান সিফাত
৫ / ৮
ব্যস্ত নগরের নান্দনিকতা। ছবিটি ঢাকার শান্তিনগর এলাকা থেকে গতকাল বুধবার তোলাছবি: তুফান মাজহার খান
৬ / ৮
এমনিতেই মাঘের শীতে জবুথবু উত্তরাঞ্চলের মানুষ, তার ওপর আবার হিমেল হাওয়া সেই শীতকে করেছে আরও তীব্র।
হাড়কাঁপানো সেই শীত থেকে বাঁচতে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। ছবিটি নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে গতকাল বুধবার তোলাছবি: আমিনুর রহমান খোকন
৭ / ৮
নগরের নান্দনিকতা। ছবিটি রাজধানী ঢাকার বিমানবন্দর সড়ক থেকে সম্প্রতি তোলাছবি: তুফান মাজহার খান
৮ / ৮
মাঘের রোদ। দীর্ঘ সময় ধরে সূর্যের দেখা নেই, অনেক দিন পর সূর্যের হাসি। ত্রিশাল, ময়মনসিংহ, ২৮ জানুয়ারিছবি: মো ফাহাদ বিন সাঈদ