পড়ন্ত বিকেল আমাদের জানান দেয়, সূর্য উদয় হলে অস্ত যাবে। আলোকিত দিনের মধ্যে ধীরে ধীরে নেমে আসে অন্ধকার। একটা গাছের নতুন পাতা গজায় আর একটি গাছের পাতা ঝরে পড়ে। এভাবে চলতে থাকে জীবন চক্র। নোয়ারাই গ্রাম, মৌলভীবাজার থেকে ছবিটি সম্প্রতিছবি: কামরুল হাসান শাওন