নাগরিক ছবি

১ / ৮
১৪ ফেব্রুয়ারি ত্রিশাল পৌরসভার নির্বাচন। নির্বাচনী প্রচারে বাহারি সাজে এক বৃদ্ধ। ত্রিশাল, ময়মনসিংহ, ২৬ জানুয়ারি
ছবি: মো ফাহাদ বিন সাঈদ
২ / ৮
মাঘের শীতে বয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে দেশের উত্তরাঞ্চলের জেলা নওগাঁ। তাতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ছবিটি নওগাঁ সদর উপজেলার ভবানীপুর থেকে ২৭ জানুয়ারি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৩ / ৮
গোখাদ্য হিসেবে ধানের খড় সংগ্রহের গুরুত্ব অনেক। অগ্রহায়ণে মাঠে ধান কেটে সেখানে মাড়াই শেষে খড়গুলো রোদে শুকাতে দেওয়া হয়। পরে সুবিধামতো তা সংগ্রহ করা হয়। খড় সংগ্রহের এমন শৈল্পিক দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। ছবিটি ১৫ জানুয়ারি বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া এলাকা থেকে তোলা
ছবি: দেলোয়ার হোসাইন
৪ / ৮
রকমারি দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা ফুল। সোনালী ব্যাংকসংলগ্ন এলাকা, ত্রিশাল, ময়মনসিংহ, ২৬ জানুয়ারি
ছবি: মো ফাহাদ বিন সাঈদ
৫ / ৮
শীত উপেক্ষা করে বোরো ধান লাগাতে ব্যস্ত সময় পার করছেন কৃষিশ্রমিক। ছবিটি বগুড়া সদর উপজেলার শাখারিয়া নামাবালা থেকে ২৬ জানুয়ারি তোলা হয়েছে
ছবি: আরিফ শেখ
৬ / ৮
পড়ন্ত বিকেল আমাদের জানান দেয়, সূর্য উদয় হলে অস্ত যাবে। আলোকিত দিনের মধ্যে ধীরে ধীরে নেমে আসে অন্ধকার। একটা গাছের নতুন পাতা গজায় আর একটি গাছের পাতা ঝরে পড়ে। এভাবে চলতে থাকে জীবন চক্র। নোয়ারাই গ্রাম, মৌলভীবাজার থেকে ছবিটি সম্প্রতি
ছবি: কামরুল হাসান শাওন
৭ / ৮
স্কুল বন্ধ, তাই খেলাধুলা করে সময় কাটাচ্ছে শিশুরা। স্কুল খোলা থাকলে ক্লাসের পাশাপাশি তাদের কোচিং সেন্টারে ও প্রাইভেট পড়তে যেতে হয়। এতে অনেক শিশুই ঠিকভাবে খেলাধুলা করতে পারে না। এর ফলে তাদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ছবিটি সম্প্রতি রাজবাড়ী সদরের গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তোলা
ছবি: মো. ইসতিয়াক হোসেন সোয়েব
৮ / ৮
উত্তরবঙ্গে জেঁকে বসেছে শীত। কুয়াশার চাদরে ঢেকে গেছে জনজীবন। কিন্তু জীবনের তাগিদে এই কুয়াশার চাদর উপেক্ষা করেই দৈনন্দিন নিয়মে বের হয়ে পড়তে হয় সাধারণ গরিব কৃষককে। পাবনার টেবুনিয়া ফার্মের কৃষকেরা এভাবেই ছুটে চলেছেন জীবনের তাগিদে, জীবিকার তাগিদে। ছবিটি পাবনার টেবুনিয়া ফার্ম এলাকা থেকে ২৬ জানুয়ারি তোলা
ছবি: ইমন হোসেন