নাগরিক ছবি

১ / ৭
কারওয়ান বাজারের কামার পট্টি টুং টুং শব্দে মুখরিত। কয়লায় আগুনে লাল টকটকে লোহা গরম করে পাকা লোহার তৈরি হাতুড়ি পিটিয়ে তৈরি করতে ব্যস্ত দা, বঁটি, কোদাল, খন্তাসহ পশু জবাই করার হাতিয়ার
ছবি: আজহারুল ইসলাম রাকিব ৭২.
২ / ৭
মাথায় ধানের বোঝা। হাতে গরু চরানোর জন্য বাঁশের কঞ্চি ও ছাতা। কোমরে গামছা দিয়ে বাঁধা দুপুরের খাবারের টিফিন বক্স। অগ্রহায়ণ শেষ হলেও কৃষক ও কৃষিশ্রমিকের ব্যস্ততা শেষ হয়নি। শেষ হওয়ার নয়...। ছবিটি গত ১৫ জানুয়ারি বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া এলাকা থেকে তোলা
ছবি: দেলোয়ার হোসাইন।
৩ / ৭
লুপ্তপ্রায় মাটির তাঁতশিল্প। এখনো কিছু অঞ্চলে টিকে রয়েছে এই শিল্প। পাবনার আটঘড়িয়া এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: খাইরুল ইসলাম
৪ / ৭
কারওয়ান বাজারের কামার পট্টি টুং টুং শব্দে মুখরিত। কয়লায় আগুনে লাল টকটকে লোহা গরম করে পাকা লোহার তৈরি হাতুড়ি পিটিয়ে তৈরি করা হয় দা, বঁটি, কোদাল ও খন্তা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আজহারুল ইসলাম রাকিব
৫ / ৭
কুয়াশায় ঢেকে যাওয়া চারপাশ, বাইরে লাল বাল্বের আলো নিমিঝিমি জ্বলছে। ত্রিশাল, ময়মনসিংহ, ২৫ জানুয়ারি
ছবি: মো ফাহাদ বিন সাঈদ
৬ / ৭
উত্তরের জনপদে বইছে শৈত্যপ্রবাহ, সন্ধ্যার পরই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। রাত যত গভীর হচ্ছে, রাতের সঙ্গে পাল্লা দিয়ে ঘন হচ্ছে কুয়াশা। ছবিটি নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: আমিনুর রহমান খোকন
৭ / ৭
অনেক দিন পর সুয্যিমামার হাসি।  শীতের বিকেলে সূর্যাস্ত। ত্রিশাল, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো ফাহাদ বিন সাঈদ