ঢাকা কলেজে রেড ক্রিসেন্ট সদস্যদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সুবর্ণ স্মৃতির মধুর আনন্দে ঢাকা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিটের পুনর্মিলনী অনুষ্ঠান ও ইফতার মাহফিল। অনুষ্ঠানে এসে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে কেউ হয়েছেন আবেগাপ্লুত, কেউবা ভেসেছেন আনন্দের স্রোতোধারায়। মানুষ স্বাভাবিকভাবেই নিজেদের প্রিয় জায়গা ও ভালোবাসার মানুষকে চিরদিনই আঁকড়ে ধরে থাকতে চায়।
কিন্তু জীবনে চলার পথে অনেক সময় না চাইলেও অনেক কিছুই ছেড়ে যেতে হয়। কিন্তু এ ছেড়ে যাওয়া মানেই প্রস্থান নয়। ফেলে আসা স্মৃতি বারবার মানুষকে ফিরিয়ে আনে তার প্রিয় জায়গা আর ভালোবাসার মানুষের কাছে। সেই সূত্রেই যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিট নিজেদের বর্তমান ও সাবেক স্বেচ্ছাসেবীদের নিয়ে আয়োজন করে পুনর্মিলনী অনুষ্ঠান ও ইফতার মাহফিল।
যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ সাব্বির আহমেদের সভাপতিত্বে ইউনিটের ৮টি গ্রুপের প্রায় ১৫০ জন সদস্য, নির্বাহী এবং বর্তমান ও সাবেক দলনেতার অংশগ্রহণে ১৬ এপ্রিল ঢাকা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ছাত্রদের রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলোর সঙ্গে যুক্ত থাকার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ছাত্রজীবনই যেহেতু জ্ঞানার্জন ও অধ্যবসায়ের সবচেয়ে উপযুক্ত সময়, তাই এ সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকাও গুরুত্বপূর্ণ।
আর রেড ক্রিসেন্ট হলো সেই ধারার এমন একটি সংগঠন, যারা কিনা সেবার মনোভাব নিয়ে শান্তি ও দুর্যোগকালে নিজেদের মানবসেবায় বিলিয়ে দেয়।
অনুষ্ঠান শেষে যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিটের পক্ষ থেকে বিদায়ী দলনেতাদের সংবর্ধনা দেওয়া হয়। উপমহাদেশের অন্যতম প্রাচীন এ বিদ্যাপীঠে সংগঠনটি ২০০৪ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে।
লেখক: অমিত হাসান, শিক্ষার্থী, ঢাকা কলেজ, সদস্য, যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিট