ডিএমসির জরুরি বিভাগের লিফটে কুলিং ফ্যান জরুরি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রোগীদের আস্থা ও ভরসার নাম। সাধারণ কিংবা জটিল রোগের চিকিৎসা নিতে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার বাইরের একটি বিষয় সম্প্রতি নজরে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রোগীর সংখ্যা অনেক। বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা আসেন, কেউ কেউ ভর্তি হন। আটতলা এ ভবনে রোগীদের ওঠা-নামার জন্য লিফট ব্যবহার করা হয়। ২০-২১ জন একত্রে ওঠানামা করতে পারেন লিফটের মাধ্যমে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, জরুরি বিভাগের লিফটগুলোর কোনোটিতে নেই কুলিং ফ্যান। তীব্র গরমে রোগীরা আরও অসুস্থ হয়ে যান লিফটে ওঠে। কিন্তু দেখার কেউ নেই!
জরুরি বিভাগ ছাড়াও অন্যান্য ভবনের লিফটে কুলিং ফ্যান আছে কি না, জানা নেই। যদি না থাকে, তবে জরুরি বিভাগসহ প্রতিটি ভবনের লিফটে কুলিং ফ্যান অতিসত্বর লাগানো জরুরি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রোগীদের সুচিকিৎসা নিশ্চিত হোক, এটাই সময়ের দাবি।
লেখক:শিক্ষার্থী, ঢাকা কলেজ