ঘোড়ার গাড়ি দিয়ে জীবিকা নির্বাহকারী পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
পুরান ঢাকার ঐতিহাসিক ঘোড়ার গাড়ি দিয়ে জীবিকা নির্বাহ করা ব্যক্তি ও পরিবারের মধ্যে ‘আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন’ এবং ‘ঢাকাবাসী’র সহযোগিতায় লাইফ প্লাসের অর্থায়নে পবিত্র মাহে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, মসুরির ডাল, ছোলার ডাল, চিনি, মুড়ি, আলু, সাবান, সয়াবিন তেল, লবণ। এ ছাড়া করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার বাড়াতে বিতরণ করা হয়েছে মাস্কও।
অনুষ্ঠানে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান লাইফ প্লাসের প্রধান সমন্বয়ক সাফি রহমান, ঢাকাবাসীর প্রেসিডেন্ট মো. শুকুর সালেক, আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের মো. ওমর ফারুক।
বক্তারা বলেন, ‘পুরান ঢাকার ঐতিহাসিক ঘোড়ার গাড়ি ও তাদের পরিবারের পাশে আমরা সব সময় আছি এবং থাকব। এই জনগোষ্ঠীকে রক্ষা করতে হলে আমাদের এগিয়ে আসতে হবে।’ তাদের সুরক্ষা দেওয়ার জন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে সহযোগিতার জন্য আহ্বান জানান তাঁরা। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তাঁরা। বিজ্ঞপ্তি