ঐতিহ্যের বাহনে জীবিকার খোঁজ
প্রচীন যুগে যুদ্ধের ময়দানের একমাত্র বাহন ছিল ঘোড়া। তবে এখন স্বল্প পরিসরে ভ্রমণবিলাসীদের কাছে ঘোড়ার গাড়ির জনপ্রিয়তা থাকলেও তা শূন্যের কোঠায়। শখের বশে কিছু কিছু ক্ষেত্রে এখন ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। দিন বদলের সঙ্গে সঙ্গে হারিয়েছে ঘোড়ার এ ব্যবহার। তবুও ঐতিহ্যবাহী এ বাহনে জীবন-জীবিকার সন্ধান করছেন সুনামগঞ্জের কিছু মানুষ। জেলা শহরে প্রায়ই দেখা যায় ঘোড়ার বাহন।
গত বুধবার (১৬ জুন) সুনামগঞ্জ জেলা পরিষদ এলাকায় দেখা গেল ধান-চাল বহন করছে ঘোড়ার গাড়ি। স্থানীয় বাজার থেকে প্রায়ই নিত্যপ্রয়োজনীয় পণ্য ঘোড়ার গাড়িতে বহন করে তাঁরা বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছেন। এতে ৫০০-৭০০ টাকা পর্যন্তও আয় করছেন তাঁরা।
ঘোড়ার চালকের আসনে থাকা একজন আবদুর রউফ জানান, যেসব রাস্তায় যান্ত্রিক যানবাহন চলাচল করা খুবই কষ্টকর, সেখানেই মূলত ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়।