আমার ইচ্ছাগুলো পেখম মেলে

অলংকরণ: মাসুক হেলাল

আমার ইচ্ছা করে তোমায় শুধু
ভালোবাসি বলতে,
তোমার জীবন রাঙা স্বপ্ন রথে
এক সাথে পথ চলতে।
আমার ইচ্ছা করে তোমায় নিয়ে
কানামাছি খেলতে,
ভরদুপুরে পুকুরজলে ডুবে
ইচ্ছা সাঁতার কাটতে।
আমার ইচ্ছাগুলো ডানা মেলে
শান্ত দিঘির জলে,
তুমি এলে কাছে পেখম খুলে
ময়ূরাসন তলে।
তোমার ইচ্ছা আশা যত ভাষা
আমায় বলতে পারো,
তোমার হৃদয়জুড়ে গড়ব বাসা
সুখ দেব যে আরও।
*পারভীন আকতার, শিক্ষক, কবি ও প্রাবন্ধিক, চট্টগ্রাম