আমরাই কিংবদন্তীর পঞ্চম বর্ষে পদার্পণ উদ্যাপন
এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের সংগঠন আমরা কিংবদন্তী পঞ্চম বর্ষে পদার্পণ করেছে ১৫ নভেম্বর। এ উপলক্ষে গত শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশনের হেলমেট হলে ৬০টি জেলা থেকে আসা প্রায় ১ হাজার ৩০০ সদস্যের এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।
‘মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে’ নীতিতে গ্রুপটি মূলত এ আয়োজনের মাধ্যমে ৬০টি জেলা থেকে আসা ব্যাচমেট সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে আগামীর মানবিক ও সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারিত করার প্রয়াস নিয়েছে। এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের এবং সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহায়তার জন্য, করোনাকালে এবং বিপৎসংকুল মুহূর্তে স্বেচ্ছাসেবীদের বিশেষ সম্মাননা জানানো হয়েছে।
সামাজিক মাধ্যমের ৪৩ হাজার সদস্যের গ্রুপটির পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে, রাজধানীর রাওয়া কনভেনশন হলে সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা পরিস্থিতি সামাল দেওয়া এবং মানসিক প্রস্তুতি নিয়ে নানাবিধ আলোচনা করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে গ্রুপ সম্পর্কে আলোচনা, কর্মপরিকল্পনা ও অগ্রযাত্রার আগামীর পরিকল্পনা নিয়ে নানাবিধ আলোচনা করা হয়। পরে মানসিক স্বাস্থ্য ও বিনোদনের বিবেচনায়, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে জাতীয় পর্যায়ের শিল্পীদের পাশাপাশি অংশগ্রহণ করেন ২০০০ ব্যাচের সদস্য ও তাঁদের সন্তানেরা।
অনুষ্ঠানে চলমান করোনা মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্ববাসীর মঙ্গল কামনায় ধর্মীয় গ্রন্থ থেকে তিলাওয়াত, মোনাজাত, করোনাকালে গ্রুপের সদস্যসহ সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে গ্রুপের বিভিন্ন মানবিক কাজের উপস্থাপনের মাধ্যমে সব সদস্যকে মানবিক কাজে এগিয়ে আসার জন্য উৎসাহ দেওয়া হয়।
গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে, যা এখনো চলছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সমগ্র বাংলাদেশে ফ্রি হেলথ ক্যাম্প, কোভিডের সময় অক্সিজেন ব্যাংক কার্যক্রম, অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ধারাবাহিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ ও ধারাবাহিক খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, রক্তদান কর্মসূচিসহ বিবিধ কার্যক্রম রয়েছে।
অনলাইনভিত্তিক গ্রুপ আমরাই কিংবদন্তী ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে। বর্তমানে সদস্যসংখ্যা প্রায় ৪৩ হাজার। অনলাইন গ্রুপটির সঙ্গে সংশ্লিষ্ট আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধিত হয়। বিজ্ঞপ্তি