সড়কে নেই পর্যাপ্ত আলো, বিপাকে পথচারী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ১২৬০ একরজুড়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগের প্রধান মাধ্যমই হলো তার অভ্যন্তরীণ সড়কগুলো।
শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট মানুষজন এবং আশপাশের এলাকার বাসিন্দাদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এসব সড়কের ওপরই নির্ভর করতে হয়। দিনের বেলায় চলাচলের কোনো সমস্যা না হলেও রাতের অন্ধকারে এসব সড়কে চলাচল করা খুবই বিপদজনক। সড়কের দুই পাশের ল্যাম্পপোস্টগুলো নামমাত্রই বলা চলে। সেগুলোর টিমটিমে আলোয় যানবাহন বা পথচারীর চলাচল তো দূরের কথা, পথচারীর সামান্য দূরত্বের পথ দেখাও অনেক কষ্টসাধ্য ব্যাপার। এ ছাড়া কোনো কোনো রাস্তায় আলোর ব্যবস্থাই নেই।

বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেআর মার্কেট, ছাত্রী হলগুলো, শহীদ মিনারসংলগ্ন মোড়, হেলথ কেয়ার—এসবের সামনে দিয়ে যে প্রধান সড়ক শেষ মোড়ে চলে গেছে, তার দুই পাশের ল্যাম্পপোস্টগুলোর আলোর মান ভালো নয়। পরিষ্কারভাবে কিছুই দেখা যায় না। এসব সড়কের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পয়োনিষ্কাশনের জন্য ব্যবহৃত ড্রেন রয়েছে এবং ড্রেনগুলো উন্মুক্ত হওয়ার কারণে সড়কটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। স্বল্প আলোতে যেকোনো সময়ই ঘটতে পারে বড় আকারের দুর্ঘটনা।

এমতাবস্থায় রাস্তার পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে পথচারীদের চলাচল নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত করতে বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

*লেখক: শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়