নাগরিক ছবি

১ / ১৫
এত দিন ঢাকায় শুধু গুলিস্তান–সদরঘাট সড়কে ঘোড়ার গাড়ি চলতে দেখা যেত, যা পুরান ঢাকার একটি ঐতিহ্য। ৫ এপ্রিল লকডাউন ঘোষণার পর থেকে গণপরিবহনের তীব্র সংকটে ঘোড়ার গাড়ি অন্য কয়েকটি সড়কেও চলতে শুরু করেছে। যেমন গুলিস্তান–পোস্তগোলা, গুলিস্তান–শনির আখড়া এবং গুলিস্তান–যাত্রাবাড়ী। বর্তমানে সীমিত পরিসরে বাস চলাচল করলেও ঘোড়ার গাড়ি এখনো চলছে এ সড়কগুলোয়। গতকাল শুক্রবার গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে থেকে ছবিটি তোলা
ছবি: তুফান মাজহার খান
২ / ১৫
আশুরার বিলে জেলেরা দেশি প্রজাতির মাছের খোঁজে জাল পেতেছেন। ছবিটি সম্প্রতি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিল থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৩ / ১৫
গ্রামের সৌন্দর্য নিয়ে কত কবি কবিতা লিখেছেন। সবাই মুগ্ধ হয়েছেন গ্রামের সৌন্দর্য দেখে। আর সেই গ্রামের সৌন্দর্য ফুটে উঠেছে কচুরিপানার ফুলের মধ্যে। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে পাবনার চাটমোহর উপজেলা থেকে
ছবি: উসমান বিন আ. আলিম
৪ / ১৫
মৃৎশিল্প আমাদের সংস্কৃতির একটি অন্যতম ও প্রাচীন একটি শিল্প। এই আসলে শুধু শিল্প শব্দটির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গ্রামবাংলার অতি প্রাণবন্ত ইতিহাস ও ঐতিহ্য। বাহারি নকশার কারণে দেশে এখনো এর কদর আছে। তবে সময়ের পরিক্রমায় ও প্লাস্টিক পণ্যের পর্যাপ্ততায় এই শিল্পটি এখন বিলুপ্তের পথে। মোটকথা, ইতিহাসে মৃৎশিল্প থাকলেও তার প্রসারতা আজ স্তম্ভিত। ছবিটি সম্প্রতি যশোরের অভয়নগর থানার বারান্দী গ্রামের পালবাড়ি থেকে তোলা
ছবি: ফারহানা ইয়াসমিন
৫ / ১৫
বৈশাখের শুরুর দিকে ছোট ছোট আম দেখা যায়। গ্রামাঞ্চলের মানুষ সেগুলো কেটে রোদে শুকিয়ে আমসি, আচার বানায়। ছবিটি বরিশাল থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আবদিম মুনিব
৬ / ১৫
দুপুরে ঢাকা। নগরবাসী যে যার প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে। নগরীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল শুক্রবার তোলা
ছবি: ফাত্তাহ তানভীর
৭ / ১৫
জীর্ণশীর্ণ শরীরের এ বয়স্ক মানুষ জীবন-জীবিকার জন্য লড়াই করা এক সংগ্রামী ফেরিওয়ালা। মর্ডান মোড়, রংপুর, ৪ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
৮ / ১৫
গ্রামবাংলার অপরূপ দৃশ্য। ছবিটি সম্প্রতি কুমিল্লার দাউদকান্দির বোয়ালমারী থেকে তোলা
ছবি: নুসরাত জাবিন
৯ / ১৫
প্রাণের সঞ্চার হয় এখান থেকেই। রাতভর পানি উঠছে পাম্পে। তখনই পুব আকাশের সূর্য দিচ্ছে নতুন দিনের বার্তা। এই পাম্পের পানিই শস্যখেতকে করবে সজীব। নবজীবন পাবে ফসিল জমিন, খাদ্যের জোগান হবে মানুষের। কাশিপুর,  হোমনা, কুমিল্লা, ৯ এপ্রিল
ছবি: আবু জাফর
১০ / ১৫
কবুতর জুটিকে দেখে মনে হতে পারে করোনাকালেও ওরাও সামাজিক দূরত্ব রেখেছে। প্রজাপাড়া, পীরগঞ্জ রংপুর, ৭ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
১১ / ১৫
ভাটি অঞ্চলে শুরু হয়েছে ধান কাটার ব্যস্ততা। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালের নামাপাড়া থেকে তোলা
ছবি: সৌরভ বর্মণ
১২ / ১৫
ছাদ থেকে পড়ে তারের মধ্যে বিপজ্জনকভাবে ঝুলে আছে কম্বলটি। অসাবধানতা ও অসচেতনতার উৎকৃষ্ট উদাহরণ। সামান্য এই অসাবধানতা থেকে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। শ্যামলী, ৯ এপ্রিল।
ছবি: মামুন হোসেন
১৩ / ১৫
পড়ন্ত বিকেলে ছোট্ট বালক ছাগলের পালকে তিস্তার চর থেকে বাসা নিয়ে যাচ্ছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরার হাট থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. সুমন ইসলাম
১৪ / ১৫
সুস্থ দেহ, সুন্দর মনের জন্য খেলাধুলা প্রয়োজন। বাড়ি উঠানে মধ্যে সামান্যতম জায়গা মধ্যে ফুটবল খেলছে শিশুরা। করোনার কারণে স্কুল বন্ধ থাকায়, গৃহবন্দী জীবনকে একটু আনন্দ দিতে, এভাবেই ফুটবল খেলায় আনন্দ মেতেছে শিশুরা। ছবিটি সম্প্রতি নেত্রকোনা সদর উপজেলার সাজিউড়া গ্রাম থেকে তোলা
ছবি: মো. মারুফ হাসান
১৫ / ১৫
পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামের মনোরম দৃশ্য। যেখানে হৃদয়ের প্রশান্তি মেলে, যেখানে নিশ্বাস নেওয়া যায় প্রাণ খুলে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আবদুল্লাহ