নাগরিক ছবি

১ / ৮
আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে আজ শনিবার সকাল সাতটার সময় ছবিটি তোলা
ছবি: মো ফাহাদ বিন সাঈদ
২ / ৮
প্রতিবন্ধী জরিনা বেগমের বয়স ৮০ বছরের মতো। সহায়সম্বলহীন শারীরিক প্রতিবন্ধী জরিনা বেগমের মতো তিন সন্তানের বিধবা বয়স্ক ভাতার কার্ড বা সরকারে অন্য সুযোগ-সুবিধা পাননি বলে দাবি করেছেন। সন্তানেরাও দেন না ভরণপোষণের খরচ। তাই গোবরের লাকড়ি বানিয়ে সংসার চলে তাঁর। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলি ইউনিয়নের নাঙ্গল শিমুল-গুদারবন গ্রাম থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৩ / ৮
খেসারির বাহারি রঙের ফুল। যমুনা-পুরোনো ব্রহ্মপুত্র নদের জেগে ওঠা চরে মাঠজুড়ে খেসারির চাষ করা হয়েছে। ছবিটি গতকাল শুক্রবার জামালপুরের কাজাইকাটা ঘাটের নয়ানগর থেকে তোলা
ছবি: মঞ্জুরুল ইসলাম
৪ / ৮
এখন আর আগের মতো মেলা হয় না বলে চলে না সার্কাস। তার ওপর আবার করোনার প্রভাবে সবকিছু বন্ধ। সার্কাসে বিনোদন দেওয়া হাতি খাবারের সন্ধানে এভাবেই ঘুরছে গ্রামগঞ্জে। ছবিটি মহাদেবপুর-নওগাঁ সড়কের আখেরা এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: আমিনুর রহমান
৫ / ৮
শীতকালে যখন বিলের পানি শুকিয়ে যায়, তখন বিলে নাম না–জনা নানা ধরনের ফুল জন্ম নেয়। তবে দেখতে সবচেয়ে সুন্দর একটি ফুল হলো কলমি। একটি কলমিডগায় দুটি ফুল যেন যমজ ভাই! ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গৌরীপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. বিল্লাল হোসেন
৬ / ৮
নীলফামারীর সৈয়দপুরে ৮০০ অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ওব্যাট থিংক ট্যাংক নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। গত বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাবুপাড়া ওব্যাট স্কুল থেকে শীতার্তদের মধ্যে ওই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ওব্যাট হেলপারস ইউএসএর অর্থায়নে ওব্যাট থিংক ট্যাংক ওই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে
ছবি: ইহসানুল হক সিহাব
৭ / ৮
একটা সময় চলাচলের প্রধান বাহন ছিল গরু-মহিষের গাড়ি। বিয়ে থেকে শুরু করে প্রায় সব কাজেই ব্যবহার হতো এসব গাড়ি। আধুনিক যুগের ইঞ্জিনের গাড়ির ভিড়ে হারাতে বসেছে এসব ঐতিহ্য। তবু ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গ্রামবাংলায় সামান্য হলেও চোখে পড়ে এসব গাড়ি। ছবিটি সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেণি থেকে তোলা
ছবি: আজাহার ইসলাম
৮ / ৮
গ্রামের ছোট্ট বাচ্চাদের তৈরিকৃত চায়ের দোকান। ছোটবেলার পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। জামালপুরের মালঞ্চ থেকে ছবিটি ২০ জানুয়ারি তোলা
ছবি: মঞ্জুরুল ইসলাম