‘ড্রিম স্কুল’র উদ্যোগে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

শিশুদের জন্য চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে অনলাইনভিত্তিক স্কুল ‘ড্রিম স্কুল’। ৮ সেপ্টেম্বর অনলাইনে শিশুদের জন্য এই আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট উপস্থাপক আবদুর নূর তুষার।

‘ড্রিম স্কুল’র উদ্যোক্তা শামীম রহমান বলেন, ‘প্রি-স্কুলে দুটি কোচে রয়েছে ১৫ জন এক্সিকিউটিভ। মজার বিষয় হলো, তারা তাদের শিক্ষকদের ‘কোচ’ বলে ডাকে। কারণ, তারা বিশ্বাস করে, একজন শিক্ষকের মতো নয়, একজন কোচ সব সময় তাঁদের ছাত্রের দায়িত্ব নেন। প্রতিটি ক্লাসে শিশুদের জন্য মজাদার বিষয়বস্তু ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এই চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন।’

শামীম রহমান আরও বলেন, ড্রিম-স্কুল শিশুদের প্রি–স্কুলিং নিয়ে কাজ করছে। শিশুর উজ্জ্বল ভবিষ্যতের নিরাপদ পরিবেশে ও তাদের সৃজনশীল মনোভাব তৈরি জন্য কাজ করে যাচ্ছে।