ইউরোর স্মৃতি

শিরোপা হাতের ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: সংগৃহীত

করোনার কারণে নির্দিষ্ট সময়ের এক বছর বিলম্বে শুরু হয়েছে ইউরো। ইউরো কাপ শুরু হওয়া মানে সারা বিশ্বের কোটি কোটি ফুটবল–ভক্তের মধ্যে উন্মাদনা শুরু হওয়া। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আমার মনে ইউরোর গত আসর অর্থাৎ ২০১৬ আসরের স্মৃতিগুলো হঠাৎ যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। আজ সেই স্মৃতিচারণা করতে বসলাম।

সাল ২০১৬, তখন আমি দশম শ্রেণিতে পড়ি। সে বছর জুন থেকে শুরু হয়ে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত চলে ইউরোর সেবারের আসর। ফুটবলের প্রতি আগ্রহটা আমার অনেক আগে থেকেই ছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখেই প্রথম ফুটবলের প্রতি আমার ভালো লাগা শুরু হয়। রোনালদোর পর্তুগালের সমর্থক আমি। প্রিয় দল পর্তুগালকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম এবং এই দল ইউরো চ্যাম্পিয়ন হবে সে আশা ছিল মনেপ্রাণে। আশা পূর্ণ হয়েছে ২০১৬ ইউরো আসরে। সেবারের আসরে রোনালদোর ফর্ম ছিল তুঙ্গে। সে ইউরোপের অন্যান্য দলগুলোর তুলনায় অপেক্ষাকৃত দুর্বল এ দল চ্যাম্পিয়ন হয়েছিল।

ছবি: এএফপি

২০১৬ ইউরো কাপের ফাইনালে পর্তুগাল তাদের চেয়ে অপেক্ষাকৃত শক্তিশালী দল ফ্রান্সের মুখোমুখি হয়েছিল। রোনালদো সে ম্যাচে কয়েকবার আঘাত পেয়েও খেলা চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। খেলা চালিয়ে যেতে না পারলেও আবার ডাগ আউটে ফিরে আসেন রোনালদো এবং সেখান থেকেই তাঁর দলের অন্য খেলোয়াড়দের মনোবল জোগাতে থাকেন। শেষমেশ রোনালদোর দৃঢ় মনোবল আর পর্তুগাল দলের অদম্য ইচ্ছাশক্তির কাছে হেরে যায় শক্তিশালী দল ফ্রান্স। আর সেদিন রোনালদোর নামের পাশে যোগ হয় জাতীয় দলের হয়ে একটি আন্তর্জাতিক ট্রফি। এই ট্রফি জাতীয় দলের হয়ে রোনালদোর সেরা প্রাপ্তি। এই প্রাপ্তি রোনালদোকে তাঁর অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

২০১৬ সালের ইউয়েফা ইউরোর ফাইনাল ম্যাচটি হয়েছিল ১০ জুলাই রাতে। এর পরদিন অর্থাৎ ১১ জুলাই সকালে ছিল আমার বাংলা প্রথমপত্র পরীক্ষা, এ ছাড়া সে রাতে বিদ্যুৎ–সংযোগ বন্ধ ছিল। এত শত প্রতিবন্ধকতার মধ্যেও সে রাতে সারা রাত জেগে ইন্টারনেটে খেলা দেখে পরের দিন সকালে পরীক্ষা দিয়েছিলাম। তারপর পেরিয়ে গেছে ৫টি বছর। তবুও সেই স্মৃতি এখনো আমার মনে সতেজ রয়েছে। এবার প্রিয় দল পর্তুগালের কাছে ভালো কিছুই আশা করছি।

*লেখক: মো. আজিজুল হাকিম রাকিব, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

**নাগরিক সংবাদে লেখা পাঠাতে পারেন [email protected]