পাঠকের ছবি

১ / ১১
ফুলগাছে ধুলছে টি-ব্যাগ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৭ নভেম্বর
ছবি: দেলোয়ার হোসেন
২ / ১১
ভোরের আলোর সঙ্গে নদী থেকে পাথর তোলার কাজ করছেন পাথরশ্রমিকেরা। মহানন্দা নদী, পঞ্চগড়, ৩০ অক্টোবর
ছবি: মাসুদার রহমান
৩ / ১১
চেচুয়া বিলে শীতের হাসি। চেচুয়া বিল, ত্রিশাল, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হীরক মুশফিক
৪ / ১১
শহরে শীত এখনো টের পাওয়া না গেলেও গ্রামে-গঞ্জে শীতের আবেশ তৈরি হচ্ছে ক্রমশ। শাপলায় ভরা সরোবরের স্বচ্ছ জলে অতিথি পাখিদের অগ্রবর্তী দলের এক সঙ্গী আগামী কয়েক মাসের আবাস্থলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অরিত্র সাত্তার
৫ / ১১
রাস্তার ওপর বিদ্যুতের টাওয়ার। বলতে গেলে রাস্তার প্রায় পুরো অংশই দখল করেছে এই টাওয়ার। শুধু তাই নয়, একটি বাড়ির সীমানাপ্রাচীর এবং উঠানও দখল করেছে এটি। এমন অদ্ভুত আর বিপদজনক কাজ কীভাবে সম্ভব সেটা ভাবনার অতীত। ছবিটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সম্প্রতি তোলা
ছবি: তুফান মাজহার খান
৬ / ১১
বহমান যমুনা নদীর প্রাকৃতিক অপার সৌন্দর্য দেখতে প্রতিদিন নদীর তীর মুখরিত হয়ে ওঠে দর্শনার্থীদের পদচারণে। পড়ন্ত বিকেলে প্রকৃতির সঙ্গে স্মৃতি ধরে রাখতে সেলফি তুলতে পিছিয়ে নেই শিশুরাও। ছবিটি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর ঘাট থেকে তোলা
ছবি: কারিমুল হাসান লিখন
৭ / ১১
কাঠবিড়ালি এক প্রকার ক্ষুদ্র গেছো প্রাণী। মাথা তুলে চেয়ে থাকে উঁচু ডালের পানে, কাউকে দেখলে কাঠবিড়ালি ছুটে পালায়। ছবিটি নওগাঁ সদর উপজেলার সরদারপাড়া এলাকা থেকে ৬ নভেম্বর তোলা
ছবি: শামীনূর রহমান
৮ / ১১
ভেঙে যাক ভেদাভেদ, ভেঙে যাক সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার’ কর্তৃক আয়োজিত মোমবাতি মশাল পদযাত্রা ও মোমবাতি প্রজ্বালন। কেন্দ্রীয় শহীদ মিনার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ৩ নভেম্বর
ছবি: ইমতিয়াজ হাসান রিফাত
৯ / ১১
কৃত্রিম আলোতে সুসজ্জিত শহর। শ্যামলী, ঢাকা, ২ নভেম্বর
ছবি: নিলয় কুমার পাল
১০ / ১১
দেখে মনে হচ্ছে নীলাকাশে সাদা মেঘের ওপরে ফড়িং বসে আছে! নেত্রকোনার কলমাকান্দার আনন্দ ডিজিটাল মডেল স্কুল থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
১১ / ১১
হাজারো মানুষের গল্প বলার স্থান..! ডায়না চত্বর, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: বাধন