পাঠকের ছবি

১ / ১৪
নান্দনিক সৌন্দর্যে ফুটেছে লাল শাপলা। ছবিটি সম্প্রতি দিনাজপুরের রামসাগর থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
২ / ১৪
পড়ন্ত বিকেল, মাছ ধরতে ব্যস্ত জেলে। ধরলা সেতু, কুড়িগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আশরাফুল ইসলাম আবির
৩ / ১৪
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিশুকে যুক্ত হতে হচ্ছে বিভিন্ন শ্রমমূলক কাজে। বাড়ছে শিশুশ্রম। করোনার এ সময়ে স্কুলগামী অনেক শিশু পরিবারের হাল ধরছে। কেউ রাস্তার ধারে কিংবা ফুটপাতের পাশে ছোট ছোট দোকান সাজিয়ে বসেছে। ছবিটি সম্প্রতি ভোলার চরফ্যাশন থেকে তোলা
ছবি: মারুফ হোসেন
৪ / ১৪
পদ্মার বুকে ভেসে চলছে ফেরিগুলো। ছবিটি পদ্মা নদী পাটুরিয়া ঘাট থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
৫ / ১৪
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভোলা দ্বীপের চরফ্যাশন শহরে অবস্থিত পর্যটকদের জন্য নির্মিত জ্যাকব টাওয়ার একটি ওয়াচ টাওয়ার। ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নামানুসারে এ টাওয়ারের নাম রাখা হয় জ্যাকব টাওয়ার। এ টাওয়ার থেকে চারপাশের ১০০ বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ১৬ তলাবিশিষ্ট এই ওয়াচ টাওয়ারে প্রতিটি তলায় ৫০ জন ও পুরো টাওয়ারে ৫০০ জন দর্শক অবস্থান করতে পারেন
ছবি: আল ফাহাদ
৬ / ১৪
ঝুঁকি নিয়ে গাছে উঠতে চেষ্টা করছে শিশুটি। স্কুল বন্ধ থাকায় সারা দিন এমনি দুরন্তপনায় কাটে শিশুদের। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে ছবিটি ২২ আগস্ট তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৭ / ১৪
দুটি গাছ একসঙ্গে বেড়ে উঠছে। ছবিটি ২১ আগস্ট দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কালীগঞ্জ থেকে তোলা
ছবি: তোফাজ্জল হোসেন
৮ / ১৪
যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন আপনি যা করছেন তা ছেড়ে দিন এবং সূর্যাস্ত উপভোগ করুন। কুঠিবয়ড়া, ভূঞাপুর, টাঙ্গাইল, ২০ আগস্ট
ছবি: মো. আসলাম
৯ / ১৪
পাট জাগ দেওয়ার জন্য দীর্ঘদিন বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয়েছিল। সম্প্রতি বাঁধ ছেড়ে দেওয়ার পর পানিতে মাছ থই থই করছে। এলাকার শিশু-কিশোরেরা তপ্ত দুপুরে দল বেঁধে সেই মাছ ধরতে ব্যস্ত সময় পার করছে। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া বিল মাঠ থেকে ছবিটি তোলা
ছবি: মো. সামিউল বাশার
১০ / ১৪
প্রাথমিকের দেয়ালগুলো দেখে মনে হয়, ইশ! যদি আবার ফিরে যেতে পারতাম সোনালি দিনগুলোতে। কুলাউড়া, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবদুল ওয়াহিদ তালিম
১১ / ১৪
যখন ফড়িংয়ের ডানায় ভর দিয়ে সকাল নেমে আসে...। মেহেন্দিগঞ্জ, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আল ফাহাদ
১২ / ১৪
পড়ন্ত বিকেলে শিশু-কিশোর দুই ভাই মাঠে খেলাধুলার পরিবর্তে জীবিকার তাগিতে মাছ ধরতে নদীতে যাচ্ছে। আখিরা নদী, পীরগঞ্জ, রংপুর, ২০ আগস্ট
ছবি: মাসুদার রহমান
১৩ / ১৪
চাঁদের আলোতে বাঁশবাগানে মায়াবি রূপ ধারণ করেছে। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ২১ আগস্ট
ছবি: মাসুদার রহমান
১৪ / ১৪
শখের ফুলবাগানে যখন শরতের শান্ত বিকেল, তখন সবুজের সমারোহে ফুটে আছে একগুচ্ছ কাঠগোলাপ। ছবিটি ঢাকার অদূরে টঙ্গী নিউ মেঘনা এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: খোরশেদ আলম খোকন