নাগরিক ছবি

১ / ৮
এ যেন দুর্লভ এক স্থিরচিত্র! আগে শহরে ঘোড়ার গাড়ি দেখা যেত না, কিন্তু গ্রামের কাঁচারাস্তায় দেখা যেত। আর এখন শহর কিংবা গ্রাম কোথাও নিয়মিত দেখা যায় না। ছবিটি সম্প্রতি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাচপুকুর গ্রাম থেকে তোলা হয়েছে।
মো. ইমরান হোসেন ইমন
২ / ৮
গ্রামবাংলার মানুষজন মরিচ রোদে শুকিয়ে নিচ্ছেন। লাল মরিচের বেশ কদর রয়েছে
ছবি: মো. আবদিম মুনিব
৩ / ৮
সন্ধ্যা হয়েছে তাতে কি? মাল তো এখনো সব খালাস বাকি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নদী শাসনের কাজে নিয়োজিত শ্রমিকদের চুক্তিবদ্ধ জীবন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মানছুর আলম
৪ / ৮
নদীতে চর জেগে ওঠায় গাইবান্ধায় প্রস্তাবিত ঘাঘট লেকের কাজ চলছে দ্রুত গতিতে। সম্প্রতি ছবিটি গাইবান্ধার ব্রিজ রোড ঘাঘট পাড় থেকে তোলা
ছবি: রুপক সাহা গৌরব
৫ / ৮
কৃষকের স্বপ্ন সোনালি ফসল ধান, সেই সোনালি ফসলের বোঝা নিয়ে বাড়ি ফিরছেন কৃষিশ্রমিকেরা। ছবিটি কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওর থেকে তোলা। ২২ এপ্রিল
ছবি: মো. মনির হোসেন
৬ / ৮
ক্ষুধার্ত কুকুরটি দেয়ালের ওপর ঘুমিয়ে। ছবিটি ২১ এপ্রিল নেত্রকোনা সদরের সাতপাই থেকে তোলা
ছবি: জসীম উদ্দিন
৭ / ৮
উঠানে বসে মাটির জিনিস তৈরি করছেন এক নারী। মিঠিপুর পালপাড়া, পীরগঞ্জ, রংপুর, ২০ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
৮ / ৮
ওরা শৈশবের সময়টা পুরোদমে কাজে লাগাচ্ছে। বৈশাখ মাসে গাছে গাছে যখন আমের ছড়াছড়ি, তখনই তাদের শ্রেষ্ঠ সময়। আম কুড়িয়ে শৈশবের বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার চিরচেনা সেই শৈশব। শেখেরগাঁও, মেঘনা, কুমিল্লা, ২১ এপ্রিল
ছবি: রাব্বি হাসান