নাগরিক ছবি

১ / ১২
সোনালি ধানের আগমনী বার্তায় কিষান-কিষানির মুখে আনন্দের হাসি। প্রজাপাড়া, পীরগঞ্জ, রংপুর, ১৮ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
২ / ১২
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে ‘ভালো কাজের খাবার হোটেল’–এর সামনে বসে সব বয়সের মানুষ। পুরো ঢাকাজুড়ে ছড়িয়ে–ছিটিয়ে থাকা স্কুলগামী শিশুদের দ্বারা পরিচালিত, যারা তাদের নিজস্ব ব্যয়ের মাধ্যমে জাতির জন্য ভালো করার স্বপ্ন দেখে, হোটেলটি দরিদ্রদের জন্য কোনো খরচ ছাড়া খাবার বিতরণ করে আসছে এবং এই মহামারি চলাকালীন পবিত্র রমজান মাসে এটি করা হবে
ছবি: তুষার আব্দুল্লাহ
৩ / ১২
পিতার ঘোড়ার গাড়ি নিয়ে গ্রামের পথে ঘুরতে বেরিয়েছেন দুই ভাই। লাগাম টানছেন লাল চান আর পেছনে বসে খুনসুটি করছে ছোট ভাই কালাচান। ছবিটি গত সোমবার ময়মননসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া-জয়না মার্কেট এলাকা থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৪ / ১২
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রাবারগাছ। যত দূর চোখ যায়, পুরোটাই সবুজের সমারোহ। এ যেন এক মনমাতানো অপরুপ দৃশ্য। ছবিটি সম্প্রতি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন থেকে তোলা
ছবি: মো. জাহিদুল ইসলাম
৫ / ১২
গরমে অস্থির হয়ে উঠেছে কাকটি। গরমে তৃষ্ণা মেটাতে ও প্রশান্তি পেতে পুকুরের পানিতে নেমেছে। উপজেলা ইউএনও অফিসসংলগ্ন পুকুর, পীরগঞ্জ, রংপুর, ১৯ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
৬ / ১২
গ্রাম মানেই যেন প্রকৃতির সঙ্গে আলিঙ্গন। আর যদি গ্রামের পাশ দিয়ে বয়ে চলে ছোট একটা নদী, তাহলে তো গ্রামের সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করে। জেলে অপেক্ষার প্রহর গুনছে, কখন কাঙ্ক্ষিত জোয়ার আসবে, আর তাঁর সম্বল জালখানা ফেলে চাহিদা ও জীবিকা ঘোচাবেন। সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর অংশে খিরাই নদের চিত্র
ছবি: মো. মহিউদ্দিন প্রধান।
৭ / ১২
ভাটি বাংলার হাওরে ধান কাটছে ভাগালু মাথার ওপর প্রখর রোদকে উপেক্ষা করে সোনালি ধান বাড়িতে নিতে ব্যস্ত কৃষক। নেত্রকোনার কলমাকান্দার পেটকীর হাওর থেকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৮ / ১২
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, বিশ্বের বুকে পাট উৎপাদনে দ্বিতীয় স্থান অর্জন করলেও পাট রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থানে রয়েছে। বিশ্বের প্রায় ৩৩ শতাংশ পাট বাংলাদেশে উৎপাদিত হয়, এই জন্যই পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। সম্প্রতি বৃষ্টির অভাবে পাটগাছের সজীবতা হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু এখন বৃষ্টির পরশ পেয়ে নতুন উদ্যমে বেড়ে উঠছে। ছবিটি ব্রাহ্মণবাড়ির নাসিরনগর উপজেলার চিতনা গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: তোফায়েল আহমেদ রামীম
৯ / ১২
পটোল দীর্ঘমেয়াদি সবজি। এটি খরিফ মৌসুমের অন্যতম প্রধান অর্থকরী ও উপাদেয় সবজি। উচ্চ পুষ্টিমান ও বহু পদে ব্যবহারের জন্য এটি সবার পছন্দের একটি সবজি। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবীনগর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আব্দুল হাকিম জুবাইর
১০ / ১২
ইমারতশ্রমিক কোনো প্রকার নিরাপত্তার জন্য সুরক্ষা ছাড়াই ঝুঁকি নিয়ে কাজ করছেন। ছবিটি রংপুর শহর থেকে ১৪ এপ্রিল তোলা
ছবি: মাসুদার রহমান
১১ / ১২
লকডাউনে কর্মহীন হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। স্বামী-স্ত্রী দুশ্চিন্তায় মগ্ন কীভাবে জীবিকা নির্বাহ করবেন। তাঁদের দুর্ভাবনার যেন অন্ত নেই। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
১২ / ১২
বৈশাখের কাশফুল প্রকৃতিতে নতুন রুপ ধারণ করেছে। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ত্রিশাল থেকে তোলা
ছবি: মো ফাহাদ বিন সাঈদ