নাগরিক ছবি

১ / ১১
কৃষকের স্বপ্ন যাচ্ছে বাড়ি। ছবিটি সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে তোলা
ছবি: ছামি হায়দার
২ / ১১
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের সোনালি ফসল। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এক কৃষকের জমি থেকে
ছবি: মো. আকিব হোসাইন
৩ / ১১
বারবার হেঁটে শক্ত মাটি পানির মিশেলে নরম ও কাদায় পরিণত করছেন যুবক, ধানের খলা লেপে মসৃণ করবেন বলে। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৪ / ১১
প্রকৃতি আপন মহিমায় সবুজ চত্বরকে সাজালেও নেই শিক্ষার্থীদের উচ্ছ্বাস। শীত-বসন্তের রুক্ষতা কেটে গিয়ে প্রকৃতির কোলজুড়ে জেগে উঠেছে সবুজ-সতেজ রঙিন প্রাণ। নিয়মে থেকে প্রকৃতি কথা রেখেছে। ফুলের পসরা এখন গাছে গাছে, ডালে ডালে। চারদিকে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়ার বাহার। অন্ধকার না থাকলে যেমন আলোর কোনো মূল্য নেই, তেমনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী না থাকায় অর্থহীন এই প্রকৃতির অপরূপ সাজ। বছরের নতুন প্রভাতকে বরণ করে নিতে ঢাকঢোল আর গান–বাজনায় মুখর থাকে পুরো অঙ্গন। বিভিন্ন বিভাগ আর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে শোভাযাত্রার। রংবেরঙের পাঞ্জাবি, শাড়িতে দেখা যায় তরুণ-তরুণীদের। পুরোনো বছরের সব জরাজীর্ণতা ভুলে নতুনকে স্বাগত জানাতে এমনই দৃশ্য চোখে পড়ত বিশ্ববিদ্যালয়ে
ছবি: মো. ফাহাদ বিন সাঈদ
৫ / ১১
পড়ন্ত বিকেলে ফেরিওয়ালা গ্রামের মেঠো পথ দিয়ে বাড়ি ফিরে যান। ছবিটি ১৩ এপ্রিল রংপুরের মিঠাপুকুর উপজেলার গিরাই গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৬ / ১১
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ। প্ল্যাটফর্মে নীরবতা। ছবিটি বগুড়া আদমদীঘির সান্তাহার জংশন থেকে সম্প্রতি তোলা
ছবি: মাহামুদুল আলম
৭ / ১১
শেষ বিকেলে নদীর বুকে আবিররঙা মিষ্টি আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। দূরের গ্রামগুলোয় ক্রমে আঁধার নামছে। একজন হাঁসখামারি ডিঙিনৌকা নিয়ে ঘরে ফিরছেন, সঙ্গে হাঁসের পালও। ছবিটি গতকাল শনিবার নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদের বান্দাইখাড়া এলাকা থেকে তোলা
ছবি: শামীনূর রহমান
৮ / ১১
চিল সচরাচর কারওয়ান বাজার এলাকার আকাশে উড়তে দেখা যায়। এ দৃশ্য পান্থপথের। সম্প্রতি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে ছবিটা তোলা
ছবি: কায়সার আহমেদ সঞ্চয়
৯ / ১১
সোমেশ্বরীর বুকে মাত্র ঢলের হাতছানি, নব যৌবন ফিরে পাওয়ার প্রথম যাত্রায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শেষে তারই তীরে শ্রমিকদের হাড়ভাঙা শ্রমে বালু তোলার নিনজা কায়দার প্রতিচ্ছবি। এ ছবি বলে দেয়, আমাকেও (সোমেশ্বরী) শোষণ করে একদল প্রাণী। ছবিটি কিছুদিন আগে নেত্রকোনার সোমেশ্বরীর পাড় থেকে তোলা
ছবি: জসীম উদ্দিন
১০ / ১১
করোনাভাইরাসে যখন গোটা দেশ আতঙ্কিত, অর্থনীতি যখন স্থবির; জাতির এই দুঃসময়ে আশার আলো জাগিয়েছে কৃষিপ্রধান বাংলাদেশের বোরো ধান। এবার বোরো ধানের ফলন কৃষকের মুখে হাসি ফুটিয়েছে, বৈশাখ মাস শেষ হওয়ার আগেই শেষ হচ্ছে ধান কাটা। এখন মাড়াইয়ের খলা থেকে গোলায় ধান ভরতে ব্যস্ত সময় পার করছেন হাওরাঞ্চলের কিষান-কিষানি। ছবিটি সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা এলাকা থেকে ১৬ এপ্রিল তোলা
ছবি: কামরুল ইসলাম মাহি
১১ / ১১
জীবন ও জীবিকার তাগিদে এ বয়সেও সংগ্রামের যেন শেষ নেই কৃষকের। খেতের সবজি বাসাবাড়িতে গিয়ে বিক্রি করছেন তিনি। ধনশালা, পীরগঞ্জ, রংপুর, ১৭ এপ্রিল
ছবি: মাসুদার রহমান