নাগরিক ছবি

১ / ২১
১০ বছর আগে সেতু নির্মিত হলেও দুই পাশের সড়ক এখনো নির্মাণ করা হয়নি। ছবিটি জামালপুরে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: রকিব হাসান নয়ন
২ / ২১
দুরন্ত শিশুরা যখন মাঝি। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার নীল দরিয়া থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৩ / ২১
স্নিগ্ধ বিকেল, সূর্যের বিদায়বেলা। সূর্য তুমি নতুন বছরে নতুন প্রভাতে ফিরে এসো সব গ্লানি সব ক্ষোভ সব বিষাদ মুছে ফেলে দিয়ে। ছবিটি গাইবান্ধা সদর এলাকা থেকে তোলা
ছবি: শাকিনাতুন সুলতানা কানন
৪ / ২১
গ্রামবাংলার প্রাকৃতিক দৃশ্য। রায়পুর, লক্ষ্মীপুর, ১৩ এপ্রিল
ছবি: নুরউদ্দিন জাবেদ
৫ / ২১
পুরোনো দিনের লাঙল এখনো বেঁচে আছে এই আধুনিকতার যুগেও। তাই দিয়েই জমি চাষ করছেন বগুড়ার সোনাতলা উপজেলার এক কৃষক
ছবি: লাবিবুল হাসান
৬ / ২১
গ্রামে যারা মরিচ চাষ করে তাদের জন্য খেত থেকে মরিচ তুলে এনে প্রখর রোদে শুকানোর সময় ঠিক এখনই। শুকানোর পর বিক্রি হবে, পৌঁছে যাবে গ্রাম থেকে গ্রাম, বন্দর মারিয়ে শহরের পর শহর। শেখেরগাঁও, মেঘনা, কুমিল্লা, ১৩ এপ্রিল
ছবি: রাব্বি হাসান
৭ / ২১
কৃষিপ্রধান বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে গরু, লাঙল ও জোয়াল। আধুনিক কৃষিপ্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার এই ঐতিহ্যটি। মোনাইল, পীরগঞ্জ, রংপুর, ১৩ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
৮ / ২১
গ্রামবাংলার ছোট নদীগুলোর গোপন সৌন্দর্যের অন্যতম কারণ হলো তার ছোট ছোট বাঁক। ছোট নদীর ছোট বাঁকগুলো খুবই শান্ত প্রকৃতির হয়। বাঁকে জমা হয় পলি আর তার তীরেই উর্বর পলিতে জীবন পায় ধানখেতগুলো। সারা বাংলার ছোট নদীতীরগুলোর যেন এগুলোরই প্রতীক। মাছিমপুর, হোমনা, কুমিল্লা, ১৪ এপ্রিল
ছবি: আবু জাফর
৯ / ২১
শুকনো মৌসুমে যমুনা নদীর পানি একেবারে তলিয়ে গেছে। নদীর পাড়ে সার বেঁধে নৌকা বাঁধা। চিরচেনা যমুনার ভয়াল চেহারা অন্য রকম রূপ। কালীতলা বাঁধ, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ এপ্রিল
ছবি: আরিফ শেখ
১০ / ২১
কাঠপোড়া রোদে তীব্র গরম। গরমে হাঁসফাঁস করছে সব প্রাণ। পানির পিপাসা তো স্বাভাবিক ব্যাপার! তেমনই তীব্র এই গরমে তৃষ্ণার্ত এক প্রাণ তৃষ্ণা মেটাতে পুকুরের জলে নেমে গেছে। জয়দেবপুর, গাজীপুর, ১৩ এপ্রিল
ছবি: ইমতিয়াজ হাসান রিফাত
১১ / ২১
কৃষকের ধানের খেতের খুঁটিতে বসে থাকা শালিক জুটি। সুযোগ পেলে সে আপনা থেকেই ধানের ক্ষতিকর পোকা খেয়ে কৃষকের দারুণ উপকার করে। ছবিটি গত ১২ এপ্রিল রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট বিল থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
১২ / ২১
করোনাভাইরাস মহামারির কারণে এ বছর কোথাও বাংলা নববর্ষ উদ্‌যাপিত হয়নি। কোথাও মেলা উদ্‌যাপিত না হলেও ছোট শিশুরা নববর্ষের সাজে নতুনরূপে সেজে মেলা মেলা খেলায় মেতে উঠেছে। আজকের এই দিনে মেলা ও নানা বর্ণিল আনন্দ শোভাযাত্রায় সারা বাংলা কোটি মানুষের মিলনমেলায় পরিণত হতো। চত্রংপুর, কলমাকান্দা, নেত্রকোনা, ১৪ এপ্রিল
ছবি: মো. মাহাবুবুর রহমান
১৩ / ২১
কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে পড়ন্ত বিকেল চলন্ত গোধূলি এক্সপ্রেস ট্রেন থেকে ভৈরব বাজারের মেঘনা নদী থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সাজেদুর আবেদীন শান্ত
১৪ / ২১
প্রত্যেকের জীবনেই একসময় বয়সের ছাপ ফুটে উঠবে। তালশন, আদমদীঘি, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিলয় কুমার পাল
১৫ / ২১
জাতীয় ফল কাঁঠাল। দেশের অধিকাংশ কাঁঠালগাছই সাধারণত একধরনের অযত্নে বড় হয়ে থাকে এবং ফল দেয়। গ্রামের এক ব্যক্তির কাছ থেকে জানা যায় যে, তাঁর মাত্র ২০টি গাছ থেকেই প্রতিবছর গড়ে ২৫-৩০ হাজার টাকার কাঁঠাল বিক্রি করেন, অথচ গাছের গোড়ায় কখনো তিনি পানি বা সার-বিষ কিছুই দেননি। পরিবেশ সুরক্ষার জন্য ও অর্থনৈতিকভাবে লাভবান হতে কাঁঠালগাছ রোপণের ইতিবাচক সম্ভাবনা রয়েছে। ছবিটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামালপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. জাফর আলী
১৬ / ২১
লকডাউনে আবারও জমে উঠেছে ঘুড়ি ওড়ানো। বালিয়াকান্দি, রাজবাড়ী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. হানিফ শেখ
১৭ / ২১
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কিছু খেলা। তার মধ্যে অন্যতম মার্বেল খেলা। শৈশবের কত স্মৃতিই না আছে এ খেলায়! হঠাৎ করে আজ কোথাও দেখলে মনে পড়ে যায় সেদিনগুলোর কথা; স্কুল পালিয়ে মার্বেল কিনতে যাওয়া, পকেটে মার্বেল নিয়ে ঘুমানো, ক্লাসে যাওয়া, একটি মার্বেলের জন্য বিশাল মারামারি, নদীর ধারে সবার অগোচরে মার্বেল খেলা, ধরে পড়ে গেলে ইচ্ছেমতো মাইর খাওয়া ইত্যাদি। কাচের টুকরো এই গোলাকার জিনিসটা মধ্যে আছে আমাদের অনেকের শৈশব। আজ এই খেলাটি দেখে হারিয়ে গেলাম পুরোনো দিনের গল্পে, হয়ে গেলাম স্মৃতিকাতর। ছবিটি নেত্রকোনার সদরের খাটপুরা গ্রাম থেকে
ছবি: জসীম উদ্দিন
১৮ / ২১
কিছুদিন আগে কালবৈশাখী যেন কৃষকের হৃদয়ে বেদনার ঝড় তুলে দিয়ে গেছে। অধিকাংশ ধানের সোনা নষ্ট হওয়ায় কৃষক বছরের খোরাক নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর থেকে তোলা
ছবি: মো. মহিউদ্দিন প্রধান
১৯ / ২১
প্রকৃতি যেন ঢেলে দিয়েছে তার সব সজীবতা। মনোমুগ্ধকর প্রকৃতি। ছবিটি ব্রাহ্মণবাড়িয়ার পঘাচং এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: সাজেদুর আবেদীন শান্ত
২০ / ২১
রমজানের রোজা রেখেও প্রখর সূর্যের তাপের মাঝে বোরো ধান সেদ্ধ দিতে ব্যস্ত কৃষাণী। ভাটি বাংলায় এখনো অতিবৃষ্টি শুরু হয়নি। বৃষ্টির আগেই ধান সেদ্ধ করে শুকিয়ে মাচায় তুলতে ব্যস্ত কৃষাণ-কৃষাণী। বোরো ধান সারা বছরের খাদ্যের জন্য মজুত করে রাখেন এখানকার মানুষেরা। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
২১ / ২১
এসব দৃশ্য মনে কড়া নাড়ে পুরোনো স্মৃতিতে ফিরে যেতে। বগুড়া, ১৪ এপ্রিল
ছবি: নিলয় কুমার পাল