নাগরিক ছবি

১ / ১৩
ছবিটিতে লক্ষ করলে আপাতদৃষ্টিতে মনে হতে পারে ছোট নালা কিংবা ড্রেন! কিন্তু না, এটি একটি নদ, নাম ঘিরনই। এ নদ দিয়েই রংপুর আর দিনাজপুরের সীমানা নির্ধারণ করা হয়েছে। চৈত্রের প্রখর রোদে নদীর পানি শুকিয়ে গেছে। তবুও জল সেচের আশীর্বাদে নদের দুই ধারে ফসল ফলানো সম্ভব হয়েছে। কিন্তু নদের জন্য আমরা কিছুই করতে পারিনি! নদী হারিয়ে ফেলেছে তার সোনালি অতীত। ছবিটি রংপুরের বদরগঞ্জ উপজেলার ঘিরনই নদের ব্রিজ থেকে সম্প্রতি তোলা হয়েছে।
ছবি: মো. ইমরান হোসেন ইমন
২ / ১৩
আহমদ আলী মিয়া, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শ্রীপুর গ্রামের ব্রিজপাড় এলাকায় খই আর সেদ্ধ ছোলাবুট বিক্রি করেন। লোকমুখে অভিযোগ, ছোটবেলা থেকেই আহমদ একরোখা আর ঘাউড়া কিসিমের লোক। নিজে যা বোঝেন, তা-ই করেন তিনি। যদিও সব কাজে পারদর্শী তিনি। যেমন ধরুন এই গরমে তাঁর মনে হয়েছে গরমের একটা পোশাক বানানোর প্রয়োজন। তাই কাঁধে ঝুলে থাকা গামছাটা টান দিয়ে খুলে ফতুয়ার মতো কিছু একটা নিজেই সেলাই করে বানিয়ে ফেললেন, তাতে বোতাম, বুকপকেট লাগিয়েছেন অথচ দুই পাশ খোলা। আহমদ বলেন, আমার কান্ধের ওপর গামছাটা পইরা থাহে হুদাই, তাই ভাবলাম কিছু একটা বানাই, আরাম পাই। ছবিটি গত শনিবার দুপুরে শ্রীপুর ব্রিজ পার এলাকা থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৩ / ১৩
হাতে কাদা মেখে ধানগাছের পরশ ছুঁয়ে ছুঁয়ে দুই ভাইয়ের হেঁটে চলা। একদিকে প্রকৃতির পরশ, আরেক দিকে মানুষের তৈরি ইটভাটার বিষাক্ত ধোঁয়া! গোপীনাথপুর গ্রাম, পীরগঞ্জ উপজেলা, রংপুর, ১০ এপ্রিল
ছবি: শাকিনাতুন সুলতানা কানন
৪ / ১৩
আকাশ আজ ভীষণভাবে সেজেছে, কিছুক্ষণ পরপর মৃদু বাতাস বইছে! কুড়িগ্রামের চিলমারী থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আরিয়ান হাসান আরিফ
৫ / ১৩
প্রত্যেক মানুষের জীবনেই লুকিয়ে থাকে তার শৈশবের স্মৃতি। আদমদীঘি, বগুড়া
ছবি: নিলয় কুমার পাল
৬ / ১৩
করোনাকালে খাদ্যসংকটে রয়েছে জীব ও প্রাণিকুল। বানরগুলো খাদ্যের সন্ধানে মাটিতে নেমে এসেছে। ছবিটি গতকাল রোববার দুপুরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা থেকে তোলা
ছবি: মো. আবু বকর সিদ্দিক জুয়েল
৭ / ১৩
দেখে মনে হতে পারে একটি সুড়ঙ্গ কিংবা পানি নিষ্কাশনের পাকা ড্রেন, কিন্তু বিষয়টি মোটেও এমনটা না। এটি হায়দরবাইদ নামের বিলের পানি নিষ্কাশনের একমাত্র সরকারি খালের চিত্র। পানি জমে যাতে বিলের আবাদি ফসল নষ্ট না হয়, তার জন্য খালটি দিয়ে পানি নেমে যায় পাশের কলমদাড়ি নদীতে। কালের আবর্তে স্থানীয় জনৈক প্রভাবশালী ব্যক্তি কেবল সরকারি খালের গতিপথ বদলে দিয়েই খান্ত হননি, পুরো খাল ভরাট করার পর পানি নিষ্কাশনের জন্য মাটির নিচ দিয়ে পাকা ড্রেন নির্মাণ করে বাকি জমি বেদখল করেন। আদতে এমন নদী-খাল গিলে খাওয়া ভূমিখেকোদের শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। ছবিটি গতকাল রোববার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নের শ্রীপুর ব্রিজপাড় এলাকা থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৮ / ১৩
দিনের শুরুতে সূর্যমামা মিষ্টি হেসে জাগিয়ে দেয়, কৃষকের নতুন দিনের স্বপ্ন। পত্নীতলা, নওগাঁ, ১০ এপ্রিল
ছবি: সাকিব হোসেন
৯ / ১৩
দুরন্তপনায় মেতেছে শিশুটি। ছবিটি সম্প্রতি ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের মুন্সিরহাট বাজার থেকে তোলা
ছবি: মারুফ হোসেন
১০ / ১৩
মোবাইলে বা পিসিতে অনলাইন গেমে আসক্ত না হয়ে শারীরিকভাবে খেলতে হয় এমন খেলাধুলা করা উচিত। ফুটবল শরীর আর মন দুটোই সতেজ রাখে। মানসিক প্রশান্তি বাড়ায়। বর্তমান সময়ে দিন দিন অনলাইন গেমে আসক্তি বাড়ছে, এর কারণে বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা। ছবিটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি গ্রাম থেকে সম্প্রীতি তোলা
ছবি: সাজ্জাদ হোসেন রায়হান
১১ / ১৩
বালির ট্রলার। শীতলক্ষ্যার কালো পানির বুক চিরে ছুটে চলেছে বালিবোঝাই ট্রলার। গতকাল রোববার ডেমরার সুলতানা কামাল সেতু থেকে ছবিটি তোলা
ছবি: তুফান মাজহার খান
১২ / ১৩
বিশ্বে ব্যস্ততম শহরের একটি ঢাকা। এখানে মানুষের যেন অবসর সময় নেই বললেই চলে। সকাল থেকে শুরু হয় নানা ব্যস্ততা। তবে রাত যত গভীর হয় নিস্তব্ধতা যেন ঢাকাকে ঘিরে ধরে। সম্প্রতি ছবিটি মতিঝিলের ফকিরাপুল এলাকা থেকে তোলা
ছবি: মো. নাঈম তালুকদার
১৩ / ১৩
তথ্যপ্রযুক্তির প্রভাবে জৌলুশ হারিয়ে ফেলেছে ডাকবাক্স! গুরুত্ব হারিয়েছে ডাকচিঠি, নেই ডাকপিয়নের ক্রিং ক্রিং আওয়াজের সাইকেল। আধুনিক প্রযুক্তি অগ্রযাত্রায় গুরুত্ব হারাতে বসেছে আশির দশকের আগে একমাত্র যোগাযোগের মাধ্যম ডাক। ডাকপিয়নের সাইকেলের আওয়াজ পাওয়ামাত্র বাসা থেকে বেরিয়ে আসতেন অপেক্ষায় থাকা মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান ও প্রিয়জন। কিন্তু এমন দৃশ্য আর চোখে পড়ে না। কল্পকাহিনির মতো হয়ে যাচ্ছে ডাকযোগে চিঠি আদান-প্রদান। সময়ের পরিক্রমায় আজ অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে পড়ে রয়েছে ডাকবাক্স, কদর নেই ডাকপিয়নের!
ছবি: আজিজুর রহমান