নাগরিক ছবি

১ / ১৬
রহস্যজনক গাছের গোড়া! এই গাছ রাস্তায় ফেলে কয়েক দিন আগে গভীর রাতে গাড়ি আটকে ছিনতাই করা হয়েছে। এখানে এ রকম আরও অসংখ্য গাছের গোড়া রয়েছে, যেগুলো কেটে অতীতে আরও অনেকবার ছিনতাই হয়েছে। গত দুই মাসে অন্তত চারটি গাছ কেটে ছিনতাইয়ের কথা এলাকাবাসী জানান। রাস্তার এই জায়গায় রাত ১১টার পর মানুষজন চলাচল করতে ভয় পায়। এখানে লাইটিং ব্যবস্থাসহ প্রশাসনের সর্বোচ্চ নজরদারি প্রয়োজন। ছবিটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের মালিরচালা গ্রামের সাগরদিঘি-ঘাটাইল রোড থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. জাফর আলী
২ / ১৬
ঘোড়ার গাড়ি দিয়ে গাছের গোল পরিবহন করা হচ্ছে। যান্ত্রিকতার যুগে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি হারিয়ে যাওয়ার পথে। চতরা, পীরগঞ্জ, রংপুর, ৭ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
৩ / ১৬
সাধারণ চোখে মনে হতেই পারে সারি সারি বক পাখি উড়ে যাচ্ছে। কী অপরূপ দৃশ্য। তবে যাঁরা নরসিংদী থেকে মরিচাকান্দি ভ্রমণ করেন, তাঁদের জন্য এটি তিক্ত অভিজ্ঞতা। প্রবল বাতাসে লঞ্চঘাটটিতে প্রায়ই কচুরিপানা জমাট বেঁধে যায়। ফলে নৌযানগুলো ভেড়াতে প্রচুর ভোগান্তি পোহাতে হয়। ছবিটি সম্প্রতি নরসিংদী লঞ্চঘাট থেকে তোলা
ছবি: মামুন হোসেন আগুন
৪ / ১৬
এভাবেই অতি গরমের মধ্যে বিক্রির আশায় পথে মাছ বিক্রেতা। আদমদীঘি, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিলয় কুমার পাল
৫ / ১৬
কাঠ-পাথুরে জীবনে একটুকরা সবুজের সমারোহ। ল্যাবরেটরি স্কুল, ধানমন্ডি, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আবু বকর সিদ্দিক জুয়েল
৬ / ১৬
গ্রামের মাঠজুড়ে সবুজ ফসলে ভরে উঠেছে। মেঠো পথ দিয়ে রাখাল বাড়ি ফিরছেন। ছবিটি রংপুরের পীরগঞ্জ উপজেলার ধূলগাড়ি গ্রাম থেকে ৫ এপ্রিল তোলা
ছবি: মাসুদার রহমান
৭ / ১৬
কলমাকান্দা বাজার থেকে গাঁয়ের মানুষের কেনা বাঁশ উব্দাখালী নদীর পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন সুকুমার দাস। প্রতি বাজারবারেই কেনা বাঁশ নদীর স্রোতের অনুকূলে ধীরে ধীরে পানিতে ভাসিয়ে নিয়ে যান। যাওয়ার পথে বাড়ি বাড়ি মালিকদের বাঁশ পৌঁছে দেন এবং দূরত্ব অনুযায়ী পারিশ্রমিক হিসেবে বাঁশপ্রতি ১৫ থেকে ২০ টাকা নেন। এভাবেই সংসার চলে সুকুমারের। প্রযুক্তির এ যুগে এখনো গ্রামের মানুষ কায়িক শ্রমে জীবিকা নির্বাহ করেন। নেত্রকোনার কলমাকান্দার রঘুরামপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৮ / ১৬
চৈত্রের রোদে পুকুরের পানি শুকিয়েছে প্রায়। গ্রামবাংলায় এই সময়টায় পুকুরে মাছ ধরার ধুম পড়ে। তেমনি একটি শুকনা পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। ছবিটি সম্প্রতি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী সরকারবাড়ি পুকুর থেকে তোলা
ছবি: শাহ মুহাম্মদ আব্দুল্লাহ
৯ / ১৬
হুতোমপ্যাঁচা পাখি দেখতে ভালোই লাগে, যখন তার দুচোখ ঘুরতে থাকে। সন্ধ্যা নেমে এলেই মানুষকে ভয় দেখানো শুরু করে দেয়। কিন্তু আজ সে কাক, শ্যামা পাখির একসঙ্গে আক্রমণে নিস্তব্ধ হয়ে পড়ে আছে মাটিতে। ছবিটি সম্প্রতি নেত্রকোনার সাজিউড়া গ্রাম থেকে তোলা
ছবি: মারুফ হাসান জয়
১০ / ১৬
ব্যস্ততম এই ঢাকা শহরে নিতান্তই প্রাকৃতিক দৃশ্যের অভাব। সহজে মেলে না কোথাও প্রাকৃতিক পরিবেশ। তারই মধ্যে ঢাকা শহরের বুকে একটি বাসার ছাদে স্বল্প পরিসরে বৃক্ষরোপণের দৃশ্য। ছবিটি সম্প্রতি ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ ২-এর ৪ নম্বর রোড ও ২২ নম্বর হাউসের ছাদ থেকে তোলা
ছবি: সিরাজুল হোসাইন
১১ / ১৬
বিলে-ঝিলে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া মাখনা ফল বাজারে বিক্রি করছেন তিনি। পীরগঞ্জ বাজার, রংপুর, ৮ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
১২ / ১৬
ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন আইনানুযায়ী কৃষিজমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় কোনো ইটভাটা স্থাপন করা যায় না। কিন্তু এ আইনের পুরোপুরি বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। আইনে যেসব ক্ষমতা দেওয়া আছে, সেসব ক্ষমতা প্রয়োগ না করার ফলে আইনের এ রকম বরখেলাপ চলছেই। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদ্ধতিতে ইট তৈরি নিয়ন্ত্রণ ও বন্ধ করা এখন সময়ের দাবি। ছবিটি গত ১০ মার্চ রংপুরের পীরগঞ্জের সাতগাড়া এলাকা থেকে তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ
১৩ / ১৬
মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন বিভিন্ন পেশার মানুষেরা। ছবিটি গাইবান্ধার সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের একটি খামার থেকে সম্প্রতি তোলা
ছবি: খালিদ হাসান আকাশ
১৪ / ১৬
তিতাস নদের শাখানদীটি শুকিয়ে যাওয়ায় তার তীরে গড়ে উঠেছে হাঁসের খামার। খামারটিতে একসময় প্রচুরসংখ্যক হাঁস থাকলেও এখন এই কয়েকটিই শোভা বৃদ্ধি করছে। নদীতীরের রাস্তা দিয়ে গঞ্জে যাওয়া মানুষগুলো হাঁসগুলোর সাঁতার আর খাওয়ার দৃশ্য প্রতিনিয়ত মুগ্ধ হন। অনন্তপুর, হোমনা, কুমিল্লা, ১০ এপ্রিল
ছবি: আবু জাফর
১৫ / ১৬
বাড়ির পাশে দিগন্তবিস্তৃত মাঠ, জীবনের প্রশান্তি যেখানে গিয়ে একাকার। ইট-পাথরের শহরের চেয়ে এখানের বাতাস নির্মল। এখানের প্রাণ সজীব হয়ে ওঠে নতুনত্বের স্বাদে। মন চায় জীবনভর পড়ে থাকি এই বাংলার মাঠে। ঢেমুশিয়া, চকরিয়া, কক্সবাজার, ১১ এপ্রিল
ছবি: এবিএস ফরহাদ
১৬ / ১৬
ভোরের আলো ফোটা শুরু থেকে শ্রমিকদের বিরতিহীনভাবে কাজ চলে সন্ধ্যা পর্যন্ত। ইটভাটার চুল্লির গনগনে আগুনে চারপাশ যেন জ্বলছে। সেই তপ্ত পরিবেশ উপেক্ষা করে কর্মযজ্ঞ চালিয়ে ধুলাবালুতে জড়িয়ে জীবনের চাকা সচল রেখেছেন এসব মানুষ। ছবিটি গত ১০ মার্চ রংপুরের পীরগঞ্জের সাতগাড়া এলাকা থেকে তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ